আপনজন ডেস্ক: কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে ‘৬,০০০ পৃষ্ঠার নথি’ জমা দিলেন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে সিজিও কমপ্রেক্সে কেন্দ্রীয় এজেন্সির সামনে ষষ্ঠ বার হাজির হয়ে অভিষেক ঘোষণা করেন যে তার ‘লুকানোর কিছু নেই’।
বৃহস্পতিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি-র অফিসে এক ঘণ্টারও বেশি সময় ধরে থাকার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির গোয়েন্দারা কিছু জিজ্ঞাসাবাদ করেননি। কেবল মাত্র সেই নথিগুলি পেয়েছে যা এজেন্সির দাবি মতো অভিষেক জমা দেন। তারপরই শীঘ্রই চলে যান।
এর পর অভিষেক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমার নথিপত্র খতিয়ে দেখার পর যদি ইডি আমাকে আবার তাদের সামনে হাজির করতে চায়, তাহলে আমি খুশি হব।প্রাথমিকে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল। কলকাতা হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে অভিষেককে তার পরিবারের মালিকানাধীন সম্পত্তির বিবরণ সরবরাহ করার নির্দেশ দেওয়া হয় । অভিষেক এ বিষয়ে বলেন, আমার আইনি দলের সদস্যরা আমাকে আজ এজেন্সির সামনে হাজির না হওয়ার পরামর্শ দিয়েছিলেন এবং পরিবর্তে তাদের নথিগুলি প্রেরণ করেছিলেন। আমি তাদের পরামর্শের বিরুদ্ধে গিয়েছিলাম এবং আজ এখানে এসেছি কারণ আমার মনে হয় আমার লুকানোর কিছু নেই। আমি তাদের বলতে পারতাম তারা আমার কাগজপত্র যাচাই করার পরেই আমি হাজির হব, কিন্তু আমি তা করিনি। তিনি আরও বলেন, ইডি কর্মকর্তারা আমাকে বলেছিলেন যে এই বিপুল নথিগুলি দেখার জন্য তাদের সময় দরকার এবং সেগুলি দেখার পরে, যদি তারা প্রয়োজন বোধ করেন তবে তারা আবার আমার কাছে হাজিরা সমন পাঠাতে পারেন। গত সেপ্টেম্বরে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ তদন্তের ধীরগতির জন্য সিবিআই-এর সমালোচনা করে বলেছিল, আদালতে জমা দেওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির তালিকা অসম্পূর্ণ পাওয়ায় আদালত ‘বিস্ময়’ প্রকাশ করে। বিশেষ করে, এই কেলেঙ্কারিতে অভিষেক বন্দোপাধ্যায় সিইও এবং অভিষেকের মা লতা ব্যানার্জির অন্যতম ডিরেক্টর লিপস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেডের সম্ভাব্য জড়িত থাকার বিষয়ে তদন্ত করতে ইডির কড়া সমালোচনা করেছে আদালত। ইডি-র দায়ের করা তদন্তের অগ্রগতি রিপোর্টে আদালত ‘একাধিক অসঙ্গতি’ খুঁজে পেলেও সংস্থার সিইও-র সম্পত্তির তালিকায় তার মাত্র তিনটি জীবন বীমা পলিসির উল্লেখ করায় কোর্ট সমালোচনা করে। পরে অযোগ্যতার অভিযোগে ইডির বিশেষ তদন্তকারী দলের প্রধান মিথিলেশ কুমার মিশ্রকে অপসারণ করে আদালত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct