মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: সমস্ত রেকর্ড ভেঙ্গে এ বছর পূর্ব বর্ধমান এ আমন ধান উৎপন্ন হবে। এর আগে সর্বোচ্চ ১৯ লক্ষ মেট্রিক টন ধান উৎপন্ন হতো পূর্ব বর্ধমানের যেটা এ বছর ছাড়িয়ে যাবে মনে করছেন বিশেষজ্ঞরা। গত কয়েক বছর আমন ধান ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রাকৃতিক বিপর্যয় এবং পোকার উপদ্রবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমন চাষ। এই বছর সেরকম বড় কোন বিপর্যয় দেখা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন এবছর পূর্ব বর্ধমানের সমস্ত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে ২০ লক্ষ মেট্রিক টনের বেশি ধান উৎপন্ন হবে । রাজ্যের মুখ্য কৃষি উপদেষ্টা তথা পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন রাজ্যের মা মাটি মানুষের সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাষীদের জন্য কৃষি বীমা সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন যা চাষীদের কে আরো ভালো ফলন তৈরি করতে উদ্বুদ্ধ করেছে। শস্য বীমা তে মানুষকে যেভাবে সাহায্য এবং সহযোগিতা করা হচ্ছে চাষে বিপর্যয় হলেও সাধারণ মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন না। এক একর জমিতে মিনিমাম আট হাজার টাকা ক্ষতিপূরণ পেয়ে সাধারণ মানুষ অনেক উপকৃত হয়েছেন । পূর্ব বর্ধমানের চাষ এর আধুনিক সরঞ্জাম অনেক চাষে বিপ্লব এনেছে । আধুনিক যন্ত্রপাতি এবং চাষীদের আন্তরিকতা পূর্ব বর্ধমান কে সারা বিশ্বের মানচিত্রে নিয়ে এসেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct