আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: বিজেপির গোষ্ঠী কোন দলের জেরে আহত এক গ্রাম পঞ্চায়েতের সদস্য গুরুতর আহত হলেন। জখম অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকেরা আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমান শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পিঁপড়াগাছি গ্রাম পঞ্চায়েতের সদস্য দেবব্রত রায় (বাপি) স্থানীয় সূত্রে জানা যায়, দেবব্রত রায় ১৩৮ নম্বর বুথের ভোটার গ্রাম পঞ্চায়েত নির্বাচন বিজেপির টিকিট নিয়ে দাঁড়িয়েছিলেন এবং সেই বুথ থেকে নির্বাচিত হন। ওই বুথের স্থানীয় বিজেপি নেতৃত্ব লঙ্কেশ্বর বিশ্বাস দেবব্রত রায়ের বিরুদ্ধে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী দাঁড় করিয়েছিল। মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে কয়েকজন বিজেপি কর্মী সমর্থক নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের সদস্যকে লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ।
আহত গ্রাম পঞ্চায়েতের সদস্যর অভিযোগ লঙ্কেশ্বর বিশ্বাস রাহুল মল্লিক রাতে তাকে মারধর করে চিৎকার চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করে। এই বিষয়ে চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দাবি, আহত গ্রাম পঞ্চায়েতের সদস্য যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তারা সকলেই বিজেপি কর্মী বলে পরিচিত এলাকায়। এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোন সম্পর্ক নেই।আহত গ্রাম পঞ্চায়েত বলেন, মঙ্গলবার রাত ৯ টা ৩০ নাগাদ সাইকেল করে বাড়ি ফিরছিলাম সেই সময় কয়েকজন দুষ্কৃতী লোহার রড এবং হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে ছিল ৪ জনছিল আমাকে মারধর করে চিৎকার করলে গ্রাম ভিতরে লোকজন ছুটে আসলে ওরা পালিয়ে যায়। বিজেপি কর্মী লঙ্কেশ্বর বিশ্বাস বলেন,আমার নামে মিথ্যা অভিযোগে করছে কারন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে আমার বুথে বিজেপি টিকিটে ভোট দাঁড়িয়ে ছিল ওর বিরুদ্ধে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিলাম যে কারণে আমার নামে মিথ্যা অভিযোগ করছে দেবব্রত রায়।তৃণমূল পরিচালিত পিঁপড়া গাছ গ্রাম পঞ্চায়েতের প্রধান মুকুল মজুমদার,বলেন বিজেপি নেতা আহত হয়েছে শুনেছি ওটা ওদের দলীয় ব্যাপার যারা মারধর করেছে তারাও বিজেপি কর্মী যে মার খেয়েছে সেও বিজেপি এই বিষয়ে তৃণমূল কংগ্রেস কোনভাবেই জড়িত নয়।আহতের পরিবারের পক্ষ থেকে চাপড়া থানায় লিখিত অভিযোগে দায়ের করছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।হন।জখম ওই বাস যাত্রীদের অবস্থা আশঙ্কজনক দেখে কর্তব্যরত ডাক্তারবাবু তাদের প্রাথমিক চিকিৎসা করে রামপুরহাট হাসপাতালে স্থানান্তরিত করেন। ঘাতক বাস ও ডাম্পারটিকে আটক করেছে নলহাটি থানার লোহাপুর ফাঁড়ির পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct