নিজস্ব প্রতিবেদক, বাঁকুড়া, আপনজন: বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের বিধায়ক কার্যালয় ও তার পরিবারের সদস্যদের নামে থাকা রাইস মিল ও মদের দোকানে হানা আয়কর দপ্তরের আধিকারিকদের । বিভিন্ন দুর্নীতির অভিযোগে শাসক দল তৃণমূল কংগ্রেসের একাধিক হেভি ওয়েট নেতা মন্ত্রী এই মুহূর্তে জেলে রয়েছেন । ধারাবাহিকভাবে কেন্দ্রীয় এজেন্সি এ রাজ্যের শাসকদলের নেতা মন্ত্রীদের একাধিক দুর্নীতি সামনে এনেছেন । তবে কোন দুর্নীতি হয়েছে কিনা এই মুহূর্তে তা বিচারাধীন রয়েছে । এবার বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের বিধায়ক কার্যালয় এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা একটি রাইস মিল ও মদের দোকানে একযোগে তিন জায়গায় হানা দিল আয়কর দপ্তরের আধিকারিকরা । দীর্ঘ সাড়ে সাত ঘন্টা ধরে তল্লাশি চালায় বিধায়ক কার্যালয়ে এবং তারপর বিধায়ক কার্যালয় থেকে আধিকারিকরা বেরিয়ে আসেন । পাশাপাশি এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাইস মিলে আয়কর দপ্তরের আধিকারিকরা জোর তল্লাশি চালাচ্ছেন ।২০২১ বিধানসভা নির্বাচনে এই তন্ময় ঘোষ বিষ্ণুপুর বিধানসভা থেকে বিজেপির টিকিটে জয়লাভ করেন এবং ফলাফল ঘোষণার পরবর্তী সময়ে কয়েক মাসের মধ্যে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন । তবে খাতায়-কলমে এখনো তিনি বিজেপির বিধায়ক হিসেবেই রয়েছেন । আর সেই বিধায়কের কার্যালয় ও তার পরিবারের সদস্যদের নামে থাকা রাইস মিল ও মদের দোকানে হানা দিয়ে দিল আয়কর দপ্তরের আধিকারিকরা । সূত্র মারফত জানতে পারা যাচ্ছে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগের ভিত্তিতে অভিযান ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct