রঙ্গিলা খাতুন, বহরমপুর, আপনজন: ফিলিস্তিনে ইসরায়েলের সাম্রাজ্যবাদী আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদে বুধবার বহরমপুরে মিছিলের ঝাঁজ বাড়ালো সিপিএম-সহ বাম সংগঠন। যুদ্ধ নয় , শান্তি চাই এই দাবিতে আজ বহরমপুরের রাস্তায় নেমে মিছিল করলো সি পি আই এম সমর্থকেরা। প্যালেস্টাইন ও ইসরাইলের যুদ্ধে ইজরাইল শিশু থেকে বয়স্ক বিশেষ করে স্কুল কলেজ ও হাসপাতাল কে বেছে বেছে আক্রমণ করছে তার প্রতিবাদে কলকাতার পাশাপাশি মুর্শিদাবাদের বহরমপুরে এই মিছিলের আয়োজন হয় । যুদ্ধ বন্ধ করে আহতদের চিকিৎসা ও পরিসেবার কথা ভাবতে হবে বলে জানালেন মুর্শিদাবাদের সিপিএম এর জেলা সম্পাদক জামির মোল্লা। এই বিষয়ে তিনি আরো জানান একদিকে প্রধানমন্ত্রী অন্য দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যুদ্ধের বীরেদ্ধে নীরব ভূমিকা পালন করছে কেন প্রশ্ন তুলেন সিপিএম।উল্লেখ্য ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার পর শুরু হয় ধুন্ধুমার ইজরায়েল-হামাস যুদ্ধ। যার জেরে প্যালেস্টাইন এবং ইজরায়েলের হাজার দশেক মানুষের মৃত্যু হয়েছে ইতিমধ্যে। যুদ্ধের বলি শিশুরাও। যে ঘটনায় উদ্বিগ্ন গোটা বিশ্ব। সিপিএম-সহ বাম দলগুলির দাবি, প্যালেস্টাইনে গণহত্যা চালাচ্ছে ইজরায়েল বাহিনী।বামেদের দাবি, গাজায় ইজরায়েলের গণহত্যা বন্ধ করতে হবে। অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে এবং গাজায় পর্যাপ্ত মানবিক ও জীবনদায়ী সাহায্য পাঠাতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct