নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: ডুমুরজলার রিং রোডে বাজি বাজার বন্ধের নির্দেশ। উদ্বোধনের দু’দিনের মাথায় এই নির্দেশ পেয়ে মাথায় হাত বাজি ব্যবসায়ীদের। জানা গেছে, একটি মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশেই ডুমুরজলার বাজি বাজার বন্ধের ঘোষণা করা হয়েছে। বাজি ব্যবসায়ীদের দাবি, এতো টাকা দিয়ে স্টল নিয়ে দীপাবলি উপলক্ষে ব্যবসা করছেন তারা। হঠাৎ করে স্টল তুলে দিলে তারা ক্ষতির মুখে পড়বেন। টিকিয়াপাড়ার কাছে চ্যাটার্জিপাড়ার মাঠে আজ রাতের মধ্যেই বাজি বাজার সরানোর প্রস্তাব দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। ব্যবসায়ীদের দাবি, সেখানে স্টল লাগানোর মতো পরিকাঠামো নেই। চারদিক খোলা ফাঁকা মাঠে বাজি নিয়ে বসলে কোনও দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে ? এই নিয়ে বাজি ব্যবসায়ীরা এদিন ক্ষোভে ফেটে পড়েন। প্রসঙ্গত, হাওড়ার ডুমুরজলার রিং রোডে গত দু’দিন আগেই ঘটা করে উদ্বোধন হয়েছিল বাজি বাজারের। গতকাল বাজি বাজার পরিদর্শন করে মেলা নিয়ে সবুজ সঙ্কেত দিয়েছিলেন প্রশাসনের কর্তারা। আজই এখানে বাজি বাজার বন্ধের ঘোষণায় মাথায় আকাশ ভেঙে পড়েছে বাজি বিক্রেতাদের।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct