আপনজন ডেস্ক: গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে দেখা দিয়েছে কঠিন সংঘাত। পাশাপাশি যোগ হয়েছে লেবানন সীমান্তে হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে গোলাগুলি। এর মধ্যেই ইসরায়েলিদের জন্য নতুন আতঙ্ক ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সংবাদমাধ্যম এএফপির খবরে জানা গেছে, স্থানীয় সময় সোমবার রাতে ইসরায়েলে নতুন করে ড্রোন হামলা করেছে হুথি গোষ্ঠী। তবে বিষয়টি নিয়ে মুখ খোলেনি ইহুদিবাদী দেশটি। তবে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা জোর গলায় বলছে যে, তাদের চালানো সর্বশেষ এই হামলা ইসরায়েলি সামরিক ঘাঁটি ও বিমানবন্দরগুলোর কার্যকলাপ সাময়িক বন্ধ করে দিয়েছে। গাজায় ‘কৌশলগত সাময়িক বিরতি’ ঘোষণায় নেতানিয়াহুর সম্মতিগাজায় ‘কৌশলগত সাময়িক বিরতি’ ঘোষণায় নেতানিয়াহুর সম্মতি সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স-হ্যান্ডেলে হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন,ইয়েমেনের সশস্ত্র বাহিনী, দখলকৃত অঞ্চলে ইসরায়েলি শত্রুদের বিভিন্ন কৌশলগত লক্ষ্যবস্তুতে গত কয়েক ঘণ্টায় ড্রোন হামলা চালিয়েছে। তাদের এই হামলার ফলস্বরূপ ইসরায়েলি ঘাঁটি ও বিমানবন্দরের কার্যকলাপ কয়েক ঘণ্টা বন্ধ ছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct