আপনজন ডেস্ক: রাশিয়া আনুষ্ঠানিকভাবে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। ক্রেমলিন বলেছে, স্নায়ু যুদ্ধের সময় সই হওয়া এই চুক্তি অনেকটা অকেজো হয়ে পড়েছিল এবং এটি এখন বাস্তবতা বিবর্জিত হয়ে গেছে।রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার এই ঘোষণা দেয়। মন্ত্রণালয় বলেছে, ট্রিটি অন কনভেনশনাল আর্মড ফোর্সেস ইন ইউরোপ শেষ পর্যন্ত ইতিহাসে রূপান্তরিত হলো। রাশিয়া এই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার জন্য ২০০৭ সালে প্রাথমিক পদক্ষেপ নিয়েছিল।রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রকৃতপক্ষে এই চুক্তি কিছুক্ষেত্রে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে তবে এই চুক্তিকে বৃহত্তর পরিসরে ন্যাটো জোট উপেক্ষা করেছে। ফলে এই চুক্তি রাশিয়ার স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে।রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, ন্যাটো জোট কর্তৃপক্ষ ও সদস্য দেশগুলো আলোচনার বিষয়ে সুস্পষ্টভাবে নিজেদের অক্ষমতা দেখিয়েছে। এ পর্যায়ে তাদের সাথে অস্ত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনো চুক্তি করা সম্ভব নয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct