আপনজন ডেস্ক: ইসরায়েল-হামাস যুদ্ধে বাইডেন প্রশাসনের সমর্থনের প্রতিবাদে কানাডিয়ান কবি রুপি কৌর হোয়াইট হাউসে একটি আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। দীপাবলি উদযাপনের জন্য তাকে আমন্ত্রণ করা হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে কৌর বলেছেন, তিনি বেসামরিক ব্যক্তিদের সম্মিলিত শাস্তিকে সমর্থন করে এমন একটি প্রতিষ্ঠানের কোনো আমন্ত্রণ গ্রহণ করবেন না।কৌর অন্য দক্ষিণ এশীয়দেরও মার্কিন সরকারকে এভাবে জবাব দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।বুধবার (৮ নভেম্বর) দীপাবলি অনুষ্ঠান হওয়ার কথা। বুধবারের এ অনুষ্ঠানের আয়োজন করেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।রুপি কৌরের জন্ম ভারতে। ‘মিল্ক অ্যান্ড হানি’ সংকলনের জন্য প্রশংসিত এ কবি বলেন, আশ্চর্য যে এই প্রশাসন দীপাবলি উদযাপন করা গ্রহণযোগ্য বলে মনে করেছে। এটি হিন্দুদের আলোর উৎসব। মিথ্যার ওপর ধার্মিকতা ও অজ্ঞতার ওপর জ্ঞানকে গুরুত্ব দিয়ে এটি উদযাপন করা হয়। তিনি মার্কিন সরকারকে ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা’ ন্যায্যতা দেওয়ার জন্য অভিযুক্ত করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct