আপনজন ডেস্ক: মুসলিম বিশ্বের সর্ববৃহৎ সংস্থা অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) আয়োজনে সৌদি আরবের জেদ্দায় তিন দিনব্যাপী (৬-৮ নভেম্বর) আন্তর্জাতিক সম্মেলন শেষ হচ্ছে আজ। ‘ইসলামে নারীর মর্যাদা ও ক্ষমতায়ন’ শীর্ষক এই সম্মেলনে ইসরায়েলি হত্যাযজ্ঞের নিন্দা জানিয়ে ফিলিস্তিনি নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।এতে মুসলিম নারীদের সাফল্যের ইতিহাস তুলে ধরার পাশাপাশি নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামের শিক্ষার কথা বলা হয়। তা ছাড়া সম্মেলনে ‘ইসলামে নারীর মর্যাদা শীর্ষক জেদ্দা দলিল’ প্রকাশ করা হয়।সম্মেলনে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতিসংঘের উপমহাসচিব আমিনা মোহাম্মদ, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি, গিনির সাবেক সাবেক ধর্মবিষয়ক মন্ত্রী ড. কুতুব মুস্তফা সানো, উগান্ডার সাবেক অর্থনীতি ও পরিকল্পনা বিষয়ক প্রথম নারী মন্ত্রী ড. সায়েদা বুমবা, তাজিকিস্তানের সাবেক পার্লামেন্ট স্পিকার ড. খায়রিনিসো ইউসুফিসহ মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তাঁরা তাঁদের বক্তব্যে ফিলিস্তিনি নারীদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন।এছাড়াও গবেষণা প্রবন্ধ পাঠ করেন- আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা ড. নাহলা আল-সাইদি, মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির সাবেক প্রেসিডেন্ট ড. জুলেখা কামারুদ্দিন, সৌদি আরবের মানবাধিকার কমিশনের প্রথম নারী প্রধান ড. হালা মাজয়াদ আল-তুয়াইজিরি, ওআইসির মানবাধিকার কমিশনের নির্বাহী পরিচালক ড. নুরা আল-রাশুদ, আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটির অধ্যাপক ড. রাদওয়ান আল-সায়িদ, চাদের কিং ফয়সাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. আয়েশা তোহা আবদুল জলিল, ফ্যামিলি ওয়াচ ইন্টারন্যাশনালের প্রধান ড. শারোন সালাটর প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct