রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ নানাবিধ ইস্যুতে এবার যৌথভাবে পথে নামল বিড়ি শিল্পে যুক্ত সাতটি ট্রেড ইউনিয়ন। বুধবার বিকেলে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ডাকবাংলায় যৌথভাবে সমাবেশের আয়োজন করা হয় যৌথ সংগ্রাম কমিটির পক্ষ থেকে।সমাবেশে বিভিন্ন প্রান্ত থেকে কয়েক শতাধিক মহিলা বিড়ি শ্রমিকের পাশাপাশি অসংখ্য সাধারন মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তব্য পেশ করেন বিড়ি ফেডারেশন তথা সিটুর সাধারণ সম্পাদক বিমান সান্যাল, আইএনটিইউসি বিড়ি ইউনিয়নের রাজ্য সভাপতি মৃণাল দাস, বিড়ি ফেডারেশনের সর্বভারতীয় সাধারন সম্পাদক দেবাশীষ রায়, রাজ্য বিড়ি শ্রমিক ইউনিয়ন এআইটিইউসির সাধারণ সম্পাদক নবেন্দু ঘড়া, ইউটিইউসি নেতা নিজামউদ্দিন আহমেদ, এআইইউটিইউসির নাসিরউদ্দিন মির্জা, এফআইটিইউর হামিদ শেখ, বিড়ি আন্দোলনের নেত্রী শ্রাবনী রায়, যৌথ সংগ্রাম কমিটির উত্তরবঙ্গের কনভেনর মোহাম্মদ আজাদ, সুতির প্রাক্তন বিধায়ক হুমায়ূন রেজা, কংগ্রেসের শ্রমিক ইউনিয়নের নেতা আসিফ ইকবাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি না হলে আগামী ৩ রা ডিসেম্বর ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হবে বলেই ঘোষণা দেওয়া হয় যৌথ সংগ্রাম কমিটির পক্ষ থেকে। এদিন সমাবেশের পাশাপাশি বিডিওর মাধ্যমে জেলাশাসককে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct