এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: ক্রিকেট, ফুটবলের পাশাপাশি অ্যাথলেটিক্সকে বাংলার ক্রীড়া প্রেমীদের কাছে জনপ্রিয় করে তুলতে এবং অ্যাথলেটদের বিকাশের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করছে এ্যাথলেটিক কোচেস এ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (এসিএবি) ৷ অ্যাথলেটিক্সের সামগ্রিক মানোন্নয়নে এসিএবির বার্ষিক সাধারণ সভায় একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ৷ এ দিন কলকাতা কেনেল ক্লাবের তাঁবুতে এসিএবি’র সদস্য, সদস্যা ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে সারা বছরের হিসাব নিকাশ সাফল্যের খতিয়ান এবং আগামী দিনের পরিকল্পনা, কর্মসূচি তুলে ধরেন ‘এসিএবি’র সচিব স্বপন রাহা ৷ ‘এসিএবি’র বার্ষিক সাধারণ সভার পাশাপাশি এদিন বিজয়া সম্মিলনী এবং দৌড় দিবস পালন করা হয় ৷ অ্যাথলেট শিক্ষার্থীদের উত্তরণের পথ দেখাতে এদিন একাধিক প্রস্তাব পেশ করেন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের ক্রীড়াবিদ সংগঠনের কনভেনার ইসমাইল সর্দার ৷ তিনি বলেন, বর্তমানে অনেক সফল অ্যাথলেটরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত, অ্যাথলেট শিক্ষার্থীদের অনুশীলনের জন্য প্রয়োজনীয় মাঠ নেই ৷ অ্যাথলেটিক্সের প্রতি সরকারি উদাসীনতার কথা তুলে ধরে সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হওয়ার আহ্বান জানান ৷ পাশাপাশি অ্যাথলেট শিক্ষার্থীদের উৎসাহিত করতে প্রতিটি এলাকায় অ্যাথলেট মিট আয়োজনের অনুরোধ করেন ৷ এ বছরই অশোকনগরে প্রশিক্ষক বাসুদেব ঘোষের তত্ত্বাবধানে রাজ্য স্তরে এথলেট মিটের আয়োজন করা হবে বলেও জানান৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct