আপনজন ডেস্ক: আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান হারালেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তাঁকে সরিয়ে প্রথমবারের মতো ব়্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন ভারতীয় ওপেনার শুবমান গিল। ভারতের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন গিল। এর আগে শীর্ষে ছিলেন শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ ১০–এর চারজনই ভারতীয়, যেখানে শীর্ষ স্থান ফিরে পেয়েছেন মোহাম্মদ সিরাজ। ওয়ানডে অলরাউন্ডার ব়্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন সাকিব আল হাসান।২ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ৯২ রানের ইনিংস খেলেছিলেন গিল। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন ২৩ রান। সব মিলিয়ে বিশ্বকাপে ৬ ইনিংসে করেছেন ২১৯ রান। বাবর সর্বশেষ ইনিংসে করেছেন ৬৬ রান। সব মিলিয়ে বিশ্বকাপে বাবরের রান ২৮২। বর্তমানে গিলের রেটিং পয়েন্ট ৮৩০। বাবরের রেটিং পয়েন্ট গিলের চেয়ে ৬ পয়েন্ট কম, ৮২৪। ৩ ধাপ এগিয়ে চারে উঠে এসেছেন কোহলি (৭৭০)। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ম্যাচে শতক করেছিলেন কোহলি। ৩ নম্বরে আছেন বিশ্বকাপে চারটি শতক করা প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক (৭৭১)। ডেভিড ওয়ার্নার আছেন তালিকার পাঁচে (৭৪৩)। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা তালিকার ৬ নম্বরে (৭৩৯)।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct