নিজস্ব প্রতিবেদক, ঝাড়গ্রাম, আপনজন: লোকসভা ভোটের আগে জাতিসত্তার দাবিকে আরও জোরালভাবে প্রশাসনের নজরে আনতে এবার জেলাশাসকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল আদিবাসী ভূমিজরা। নিজেদের অধিকার আদায় করতে ঝাড়গ্রামে জেলাশাসকের দফতরের সামনে ঘেরাও কর্মসূচি করে ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ। ভূমিজ ভাষাকে রাজ্যের দ্বিতীয় সরকারি ভাষার স্বীকৃতি,পৃথক উন্নয়ন পর্ষদ, ভূমিজ বিদ্রোহের মহানায়ক শহিদ গঙ্গানারায়ণ সিং ও চূয়াড় বিদ্রোহের মহানায়ক শহিদ রঘুনাথ সিংয়ের জন্মজয়ন্তীর দিনগুলিতে সাধারণ ছুটি ঘোষণা এবং সরকারি উদ্যোগে দুই শহিদের মূর্তি স্থাপন সহ মোট ১১ দফা দাবি নিয়ে এই ঘেরাও কর্মসূচি দিনভর চলে বুধবার। জঙ্গলমহলের বিভিন্ন জেলা থেকে প্রচুর আদিবাসী ভূমিজ ঝাড়গ্রামে এসে কর্মসূচিতে যোগদান করেন। আন্দোলনকারীরা জানিয়ে দেন তাদের দাবি যদি প্রশাসন না মানে তাহলে আগামী দিন বৃহত্তর আন্দোলন শুরু হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct