মাফরুজা খাতুন, ঝড়খালি, আপনজন: প্রকৃতির টান, ম্যানগ্রোভ জঙ্গলের প্রতি ভালোবাসা, আর সেই ভালোবাসা থেকে সটান হাজির সুদুর ডেনমার্ক থেকে বাসন্তীর ব্লকের ঝড়খালিতে। দক্ষিণ ২৪ পরগনায় ম্যানগ্রোভ রক্ষার বার্তা দিতেই তাই সুন্দরবনে চলে এসেছেন পরিবেশ বীদ হেনরিক ও এমলি । সুন্দরবনের জলে-জঙ্গলে নেমে মজেছেন ম্যানগ্রোভ রোপণে। আশ্বাস দিয়েছেন সুন্দরবনের মানুষের পাশে থাকারও।গোটা পৃথিবী যখন বিশ্ব উষ্ণায়নের শিকার হচ্ছে। তখন নিজেকে ভালোবাসার আগে পরিবেশকে ভালোবাসা দরকার, এমনটাই মনে করেন । সুন্দরবন পৃথিবীর অক্সিজেনের একটি বড় ভাণ্ডার। তাই সুন্দরবন বাঁচলে গোটা পৃথিবী রক্ষা পাবে, এমনটাই মনে করেন । তাই তো ম্যানগ্রোভ রক্ষার বার্তা দিতে বাসন্তী ব্লকের ঝড়খালিতে চলে এসেছেন সুন্দরবনের মানুষের সাথে কথা বলার জন্য। ঝড়খালির বিভিন্ন প্রান্তের নদীবাঁধের পাশে ম্যানগ্রোভের চারা রোপণ করে চলেছেন, সুন্দরবন রক্ষার জন্য। আর সেই ম্যানগ্রোভের চারা রোপণে সামিল হয়,জয় গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রের কর্মীদের সাথে সঙ্গে বিভিন্ন গ্রাম ঘুরে ম্যানগ্রোভ দেখেন। সুন্দরবনের মানুষের বিভিন্ন সমস্যার কথাও শোনেন। তা শুনে বিশেষ করে ব্যাঘ্র বিধবা মহিলাদের কথা তাদের মনে দাগ কেটে গেছে। খুব ব্যথিত হন সুন্দরবনের মানুষের জীবন-জীবিকার কথা শুনে। প্রকৃতি বাঁচাতে, সুন্দরবন বাঁচাতে হেনরিক ও এমলি আশ্বাস দিয়েছেন আগামী দিনে সুন্দরবনের অবহেলিত মানুষের পাশে থাকবেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct