রঙ্গিলা খাতুন, বহরমপুর, আপনজন: মানুষ মানুষের জন্য কিন্তু কজন সেটা মনে রাখে। তবে এবার অসহায় মানুষের জন্য সহযোগীতার হাত বাড়ালেন সমাজসেবী সাহিল। জানাগিয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে দীর্ঘদিন থেকেই রক্তের প্রবল সংকট দেখা যাচ্ছে । এমন পরিস্থিতিতেই লালগোলা ব্লকের পাইকপাড়া অঞ্চলের বাসিন্দা সারবানু বিবি নামের এক ৬৫ বছরের বৃদ্ধ মা বহরমপুর এর পিত্ত থলিতে পাথর হয়ে পড়ে অপারেশনের জন্য নিদান নার্সিং হোম এ ভর্তি ছিলেন ব্যক্তির ও পজেটিভ রক্তের ভীষণ প্রয়োজন ছিল। তিনি ব্লাড ব্যাঙ্কের কোথাও রক্ত না পেয়ে বেশ হতোদ্যোম হয়ে পড়েছিলেন। এমতাবস্থায় , লালগোলার কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র কলেজ ইউনিট সভাপতি সাহিল হোসেন জানতে পারে তাই দেখে , তৎক্ষণাৎ রক্ত দেওয়ার উদ্দেশ্যে বহরমপুর উদ্দেশ্য রওনা দেয়। রক্তদিয়ে সুস্থ হয়ে উঠেন সারবানু বিবি ।পরিবারের পক্ষ থেকে লালগোলার কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র কলেজ ইউনিট সভাপতি সাহিল হোসেন ধন্যবাদ জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct