আপনজন ডেস্ক: বল দখল কিংবা আক্রমণ- দুই ক্ষেত্রেই শাখতার দানেৎস্কের ওপর আধিপত্য দেখায় বার্সেলোনা। ম্যাচজুড়ে দাপুটে ফুটবল খেললেও অবশ্য জয় পায়নি ব্লাউগ্রানারা। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লীগের ‘এইচ’ গ্রুপের ম্যাচে শাখতারের মাঠে ১-০ গোলে হারে বার্সেলোনা। এই পরাজয়ে পুরনো স্মৃতি ফেরায় ব্লাউগ্রানারা। ঘরের মাঠে ম্যাচের ৪০তম মিনিটে এগিয়ে যায় শাখতার দানেৎস্ক। জয়সূচক একমাত্র গোলটি করেন ইউক্রেনিয়ান ফরোয়ার্ড দানিলো সিকান। চ্যাম্পিয়নস লীগে দীর্ঘ ১৫ বছর পর বার্সেলোনাকে হারালো শাখতার দোনেৎস্ক। সবশেষ ২০০৮ সালের ডিসেম্বরে ব্লাউগ্রানাদের ৩-২ গোলে হারিয়েছিল দলটি। দুই হারের মাঝে চার দেখায় শতভাগ জয় পেয়েছে বার্সেলোনা।বার্সেলোনার বিপক্ষে শাখতার দোনেৎস্কের পাওয়া তৃতীয় জয় এটি। যা চ্যাম্পিয়নস লীগে এক দলের বিপক্ষে পাওয়া দ্বিতীয় সর্বোচ্চ জয় ইউক্রেনিয়ান ক্লাবটির। শুধু এএস রোমার বিপক্ষে বার্সেলোনার চেয়ে বেশি ম্যাচ জিতেছে শাখতার, ৪টি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct