আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: বিশ্বভারতীর প্রথা অনুযায়ী মঙ্গলবার বিদ্যুৎ চক্রবর্তীর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় উপাচার্যের মেয়াদের শেষ দিন ছিল। রাজ্যবাসী তাকিয়ে ছিল যে আজকে বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হবে কিনা। মেয়াদ উত্তীর্ণ নিয়ে বহু টালবাহানা শোনা যাচ্ছিল। কিন্তু দিনের শেষে জানা যায় বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় উপাচার্যের মেয়াদ শেষ। বিশ্বভারতীর নয়া ভারপ্রাপ্ত উপাচার্য হয়েছেন সঞ্জয় মল্লিক। তখনই শান্তিনিকেতন এলাকা জুড়ে এক খুশির হওয়া বয়ে চলে। সকলে মিলে আনন্দে মিষ্টি মুখ করেছেন। এমনকি হিন্দুদের শেষকৃত্যের রীতির মতো বিদ্যুৎ চক্রবর্তীকে খাটিয়াতে নিয়ে বল হরি হরি বল এবং হরিনাম সংকীর্তন করে নিয়ে যাওয়া হয় এবং শান্তিনিকেতন ক্যাম্পাসের ঘোরানো হয়। উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননারপ্রতিবাদে শান্তিনিকেতনে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নির্দেশে তৃণমূলের ধরনার মঙ্গলবার ছিল তার ১৩ তম দিন। সেই দিন তাদের সুখবর মিলল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct