আপনজন ডেস্ক: কংগ্রেস নেতা রাহুল গান্ধী বুধবার বলেছেন, ভারতীয় জনতা পার্টি আদিবাসীদের ‘আদিবাসী’র পরিবর্তে ‘বনবাসী’ বলে ডাকে, কারণ তারা চায় না তারা ‘বড় স্বপ্ন দেখুক’।ছত্তিশগড়ে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের আগে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপি নেতাদের সমালোচনা করেন আদিবাসীদের ইংরেজি মাধ্যমের স্কুলে না পাঠানোর জন্য।তিনি বলেন, “বিজেপি আদিবাসীদের জন্য ‘বনবাসী’ শব্দটি ব্যবহার করেছে। ‘বনবাসী’ এবং ‘আদিবাসী’র মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। আপনারা নিশ্চয়ই ভিডিওটি দেখেছেন যেখানে একজন বিজেপি নেতা এক আদিবাসী ব্যক্তির ওপর প্রস্রাব করেছেন,” বিজেপি শাসিত মধ্যপ্রদেশের একটি ঘটনার কথা উল্লেখ করে কংগ্রেস নেতা বলেন। এই ঘটনা বিজেপির মানসিকতার প্রতিফলন। “আদিবাসী শব্দটির গভীর অর্থ রয়েছে। এটি ‘জল, জঙ্গল, জমি (জল, বন, জমি)’ এর উপর আপনার অধিকার প্রকাশ করে। ‘বনবাসী’ মানে যারা জঙ্গলে বাস করে। বিজেপি আপনাদের বনবাসী বলে, আমরা আপনাদের আদিবাসী বলি। বিজেপি আপনাদের অধিকার কেড়ে নিয়েছে, আমরা আপনাদের অধিকার দিয়েছি। আমরা আপনাদের আলিঙ্গন করি, বিজেপি নেতারা আপনাদের গায়ে প্রস্রাব করেন। দেশের বনাঞ্চল সংকুচিত হচ্ছে এবং আগামী ১৫-২০ বছরের মধ্যে যখন তা বিলুপ্ত হয়ে যাবে, তখন আদিবাসীরা কোথায় যাবে, তারা কি রাস্তায় ভিক্ষা করবে? রাহুল গান্ধী আরও বলেন যে ‘বিজেপি নেতারা আপনাদের ইংরেজি না শিখতে বলেন। আমরা চাই আদিবাসী যুবকরা ছত্তিশগড়ী, ইংরেজি ও হিন্দি শিখুক। বিজেপি নেতাদের জিজ্ঞেস করুন, তারা তাদের সন্তানদের কোন স্কুলে পাঠায়, ইংরেজি মাধ্যম না হিন্দি মাধ্যমে। সবাই বলবে ইংলিশ মিডিয়াম। তাদের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে পারে এবং বড় স্বপ্ন দেখতে পারে, তাহলে উপজাতীয় শিশুরা কেন তা করতে পারে না? তারা চায় না আপনার সন্তানরা ইংরেজি শিখুক, বড় স্বপ্ন দেখুক। তাই তারা আপনাদের বনবাসী বলে ডাকে এই শব্দটি আপনাদের জন্য অপমানজনক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিটি ভাষণে নিজেকে ওবিসি বলে অভিহিত করেন এবং ওবিসি কল্যাণের কথা বলেন, কিন্তু কংগ্রেস যখন জাতিগত আদমশুমারি চেয়েছিল, তখন প্রধানমন্ত্রী বলেছিলেন যে কেবল একটি জাতি রয়েছে, দরিদ্র। তাহলে কেন আপনি নিজেকে ওবিসি বলছেন? যদি একটিমাত্র জাতি থাকে, তাহলে ধনী কারা?
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct