অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: সারের কালোবাজারি রুখতে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে অভিযান চলছে জেলা কৃষি দপ্তরের তরফে। সে মতই এদিন দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিদর্শনে যায় কৃষি দপ্তরের আধিকারিকেরা।জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরে কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সারের কালোবাজারি রুখতে জেলা প্রশাসন ইতিমধ্যে বিশেষ টাস্কফোর্স তৈরি করেছে।চাষিদের যাতে সার পেতে কোনও সমস্যা না হয়, সেব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে কষিদপ্তর। কুমারগঞ্জ ব্লকের ক্ষেত্রে এই টিমে ডিস্ট্রিক্ট থেকে প্রতিনিধি হিসেবে রয়েছেন ডঃ সুবোধ কুন্ডু, মহকুমা কৃষি দফতরের তরফেমনোজ মাহাতো সহ অন্যান্য আধিকারিকেরা।মঙ্গলবার কুমারগঞ্জ ব্লকের অন্তর্গত দিওর ও সাফানগর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন সারের দোকানে পরিদর্শনে যান ডিডিএপি (এসএম) পার্থ মুখার্জী, কুমারগঞ্জ ব্লক সহ কৃষি অধিকর্তা সঞ্জয় হালদার সহ অন্যান্য আধিকারিকেরা। এদিন সারের দোকানগুলোয় গিয়ে স্টক মিলিয়ে দেখার পাশাপাশি সার বিক্রির সময় পয়েন্ট অফ সেলস (পিওএস) মেশিনের ব্যবহার, গোডাউনের সেল পয়েন্ট কতগুলি রয়েছে, রেটচার্ট এর বোর্ড রয়েছে কিনা ইত্যাদি নানা বিষয়গুলি খতিয়ে দেখেন তাঁরা। এ বিষয়ে কুমারগঞ্জ ব্লক সহ কৃষি অধিকর্তা সঞ্জয় হালদার জানান, ‘প্রতিবছর রবিশস্য মৌসুমের আগে এই অভিযান আমাদের চলে। যাতে সঠিক মূল্যে কৃষকেরা সার পেতে পারে। যেহেতু এই সময় মিশ্র সারের কিছুটা অপ্রতুলতা তৈরি হয়। এখন পর্যন্ত আমার ব্লকে ১০-১২ টি রিটেলার পয়েন্ট পরিদর্শন করেছি। এরমধ্যে দুই জনকে শোকজ করা হয়েছে। এই অভিযান রবিশস্য মৌসুম শুরু হওয়া পর্যন্ত নিয়মিত চলবে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct