নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: রক্ষকই ভক্ষক। অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে চাল চুরি করে নিয়ে যাওয়ার সময় অঙ্গনওয়াড়ি কর্মী ও রাঁধুনী কে হাতেনাতে ধরে ফেললেন অভিভাবকেরা। অঙ্গনওয়াড়ি কর্মী ও রাঁধুনীকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা বন্দি করে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে চাঁচল-১ নং ব্লকের বাকিপুর কেন্দ্রে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ওই অঙ্গনওয়াড়ি কর্মীর নাম সেতারা বেওয়া।অভিযোগ,ওই অঙ্গনওয়াড়ি কর্মী বিভিন্ন অজুহাত দেখিয়ে শিশুদের নিয়মিত খাবার দেই না।সেন্টার থেকে চাল ও সবজি প্রায় চুরি হয়ে যায়।বলতে গেলে অভিভাবকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।সরকারি নিয়মানুযায়ী সপ্তাহে শিশুদের তিনদিন খিচুড়ি ও তিনদিন ভাতের সঙ্গে তিন দিন গোটা ডিম ও তিন দিন অর্ধেক ডিম এবং গর্ভবতী ও প্রসূতি মায়েদের তিনদিন ভাত ও তিনদিন খিচুড়ি দেওয়ার পাশাপাশি সপ্তাহে প্রতিদিন গোটা ডিম দেওয়া নিয়ম থাকলেও ওই অঙ্গনওয়াড়ি কর্মী সরকারি নির্দেশিকা কে বুড়ো আঙুল দেখিয়ে তা দেন না। অভিভাবকদের অগোচরে সেন্টারের চাল,ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী চুরি করে দোকানে গিয়ে বিক্রি করে দেয়।এদিন এক বস্তা চাল চুরি করে বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় অভিভাবকেরা হাতেনাতে ধরে ফেলেন। অঙ্গনওয়াড়ি কর্মী ও রাঁধুনীকে দুই ঘণ্টা ধরে সেন্টারে তালা বন্দী করে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন।যদিও ওই অঙ্গনওয়াড়ি কর্মী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ একেবারে ভিত্তিহীন বলে দাবি করেছেন। চাঁচল-১ নং ব্লকের সিডিপিও অলক মন্ডল জানান,অভিভাবকদের পক্ষ থেকে তার কাছে কেউ অভিযোগ জানাননি। অভিযোগ পেলেই বিষয়টি খতিয়ে দেখবেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct