এম মেহেদী সানি, হাড়োয়া, আপনজন: অল ইন্ডিয়া আইডিয়াল টিচারস অ্যাসোসিয়েশন-এর দক্ষিণবঙ্গ টিচারস কনভেনশন অনুষ্ঠিত হল ফ্রন্টপেজ একাডেমির অডিটোরিয়ামে ৷ ‘এনলাইটেনিং টিচারস, নারচারিং ট্যালেন্ট, ট্রান্সফরমিং সোসাইটি’ এই থিমের উপরে সারা দেশব্যাপী ক্যাম্পেইন এর অঙ্গ হিসাবে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন সংগঠনের সর্ব ভারতীয় সভাপতি শেখ আব্দুর রহিম ৷ তিনি বলেন, ‘যেসব শিক্ষক শিক্ষার্থীদের শুধুই সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয় পড়ায় ও ভালো নাম্বার কি করে পেতে হবে তার চেষ্টা করে, তারা প্রকৃত শিক্ষাদান করছেন না । এই দুটো কাজ ছাড়াও সমাজকে শোধরানোর দায়িত্ব তাদের রয়েছে ।’ অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সম্পাদক ও আলিয়া ইউনিভার্সিটি প্রফেসর ডঃ আয়তুল্লাহ ফারুক মোল্লা সাহেব কনভেনশনে বক্তব্য রাখার সময় শিক্ষকদের আচরণ কি রকম হওয়া উচিত, একজন শিক্ষককে কিভাবে আইডিয়াল শিক্ষক হতে হবে ও কিভাবে আইডিয়াল স্টুডেন্ট তৈরি করা সম্ভব সে বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন । জামাতে ইসলামী হিন্দের তালিমী বোর্ড বিভাগের চেয়ারম্যান জনাব শেখ আব্দুল মান্নান সাহেব শিক্ষা শিক্ষক ও সমাজের মধ্যে সম্পর্ক বিষয়ক বক্তব্য রাখেন ৷ রাজ্য তথা দেশে যে নতুন শিক্ষা নীতি আরম্ভ হতে চলেছে তার বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করেন ডাব্লিউবিইএস অফিসার জনাব মেচবাহার সেখ । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা কামরুজ্জামান, আইটার প্রাক্তন প্রেসিডেন্ট জনাব জুলফিকার আলী মোল্লা, রাজ্য সভাপতি জনাব মহবুল হক, শাহনাওয়াজ খান, ডঃ আমিনুল ইসলাম ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু শিক্ষক ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct