আপনজন ডেস্ক: ৯৯ রানে থাকতে কি একটু স্নায়ুচাপে ভুগেছিলেন? পরের রানটি নেওয়ার আগে দুটি বল দেখেশুনে খেললেন। এরপর (৪৪তম) ওভারের শেষ বলটি কাভারে ঠেলেই ইব্রাহিম জাদরান অন্য প্রান্তে পড়িমরি করে ছুটলেন। ২টি রানে শতকপূরণ হলেও ফিল্ডারের থ্রোটা ঠিকমতো হলে জাদরান রান আউটও হতে পারতেন। কিন্তু শেষ পর্যন্ত সাহসেরই জয় হলো এবং বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে প্রথম শতকটিও হয়ে গেল জাদরানের সৌজন্যে।শেষ পর্যন্ত ১৪৩ বলে ১২৯ রানে অপরাজিত ছিলেন ইব্রাহিম জাদরান। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তান ৫ উইকেটে ২৯১ তুলেছে মূলত তাঁর ব্যাটে ভর করেই। এই ইনিংসটি বিশ্বকাপে আফগানিস্তানের জন্য অবশ্যই ঐতিহাসিক—এ টুর্নামেন্টে দেশটির হয়ে প্রথম শতক বলে কথা! দলের ইনিংস শেষে ম্যাচের সম্প্রচারক চ্যানেলের সঙ্গে আলাপচারিতায় ইব্রাহিম জাদরান জানিয়েছেন, শতকটিতে শচীন টেন্ডুলকারেরও পরোক্ষ ভূমিকা আছে।অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে গতকাল আফগানিস্তানের অনুশীলন দেখতে গিয়েছিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার টেন্ডুলকার। সেখানে রশিদ খান–জাদরানদের নানা প্রেরণামূলক কথা বলেছেন টেন্ডুলকার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct