সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: খেলার মাঠ ছেড়ে বর্তমান প্রজন্ম মোবাইলে আসক্তি হয়ে উঠছে দৈনন্দিন।বিশেষ করে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় ফুটবল খেলা আজ লুপ্তপ্রায়। কিন্তু সেখানে দীর্ঘ ১৬ বছর ধরে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে চলেছে বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণ পঞ্চায়েতের আদমপুর যুব সংঘ। গ্রামীণ এলাকা প্রকৃতির সাজে সজ্জিত একদিকে ধানখেত, অন্যদিকে গাছগাছালি কোথাও কাশফুলের সমারোহে অপূর্ব ভাবে সেজে ওঠেছে প্রত্যন্ত গ্রাম বাংলার এই খেলার মাঠটি।সেইসাথে হাজার হাজার ফুটবল প্রেমীদের উপস্থিতি আরও শ্রীবৃদ্ধি করে তোলে এলাকা।আজ ৭ই নভেম্বর মঙ্গলবার খেলার শুভ সূচনা করেন দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর মাধব চন্দ্র মন্ডল।সঙ্গে ছিলেন দুবরাজপুর থানার ওসি সন্তোষ ভকত ,দুবরাজপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রফিউল খান,এ্যাসিস্টেন্ট সেক্রেটারি সিউড়ি সাবডিভিশন অব্ স্পোর্টস সাবির খান সহ অন্যান্য অতিথিবৃন্দ। জেলা সহ অন্যান্য জেলা থেকে খেলায় মোট ষোলটি দল অংশ নিবে।চলবে পাঁচদিন ব্যাপী।চূড়ান্ত পর্যায়ের খেলাটি অনুষ্ঠিত হবে ১১ই নভেম্বর। পুরস্কার হিসেবে বিজয়ী দলকে এক লক্ষ টাকা ও ট্রফি এবং বিজিত দলকে সত্তর হাজার টাকা ও ট্রফি প্রদান করা হবে বলে জানান স্থানীয় বাসিন্দা তথা দুবরাজপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রফিউল খান।আজ উদ্বোধনী খেলাটি পান্ডবেশ্বরযীশু ইলেভেন বনাম রামনগর ইন্দ্রজিৎ এ্যাকাডেমি ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত হয়।সেক্ষেত্রে এক গোলের ব্যবধানে পান্ডবেশ্বর যীশু ইলেভেন জয়লাভ করে বলে জানা যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct