অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বকেয়া পুজোর বোনাস সহ বেশ কিছু দাবিতে বালুরঘাটে ডেপুটেশন জমা দিল পৌর স্বাস্থ্য কর্মীরা।পৌর স্বাস্থ্য কর্মীদের অভিযোগ, গ্রামীণ আশা কর্মীরা পূজোর বোনাসের বকেয়া টাকা পেয়ে গেলেও তার সেই টাকা এখনো পাননি। তাই বকেয়া পুজোর বোনাসের দাবিতে পাশাপাশি অন্যান্য বেশ কিছু দাবিতে মঙ্গলবার জেলা মুখ্য শাস্ত্র আধিকারিক এর কাছে ডেপুটেশন জমা দেয় এই পৌর স্বাস্থ্য কর্মীরা।পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রাজ্য কোর কমিটির সদস্যা তথা দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির উপদেষ্টা নমিতা মহন্ত জানান, ‘আশা কর্মীরা দীর্ঘদিনের আন্দোলনের ফলে পূজোর বোনাস পেয়েছে। ৪৫০০ টাকার বোনাস এ বছর ৫৩০০ টাকা হয়েছে। সেই টাকা গ্রামীণ আশা কর্মীরা পেলেও পৌর স্বাস্থ্যকর্মীরা ৮০০ টাকা কম পেয়েছেন। সেই বকেয়া ৮০০ টাকা যাতে দ্রুত মিটিয়ে দেওয়া হয় এবং তৎসহ তাদের প্যাকেজের টাকা ভাগে ভাগে দেয়া বন্ধ করতে হবে।পাশাপাশি আশা দিদিদের কাজ কর্ম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যান্ড্রয়েড ফোনের ব্যবস্থা করতে হবে। এই সমস্ত দাবি দাওয়া নিয়ে আজ আমরা ডেপুটেশন দিয়েছি মুখ্য স্বাস্থ্য অধিকারীকে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct