আপনজন ডেস্ক: দুর্দান্ত এক বিশ্বকাপ পার করছেন বিরাট কোহলি। তাঁর ব্যাটে যেন রানের ফোয়ারা ছুটছে। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে শতক করে ছুঁয়েছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ৪৯ শতকের রেকর্ড। এখন বিশ্বকাপেই টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে কোহলির সামনে। কে জানে, হয়তো নেদারল্যান্ডসের বিপক্ষে পরের ম্যাচ দিয়েই কোহলি শতকে ছাড়িয়ে যাবেন নিজের ‘আদর্শ’ টেন্ডুলকারকেও।তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যা করেছেন, সে জন্য চারপাশ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় ভাসছেন কোহলি। বাধ মানছে না সাবেক ক্রিকেটারদের প্রশংসার তোড়ও। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক কিংবদিন্ত রিকি পন্টিং তো বলেই দিয়েছেন, কোহলিকে সেরা হওয়ার জন্য টেন্ডুলকারের রেকর্ড ভাঙার প্রয়োজন নেই। রেকর্ড না ভেঙেও তিনি সেরা।কোহলির প্রশংসায় পঞ্চমুখ পন্টিং বলেছেন, ‘সে যে পরম সেরা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি অনেক দিন ধরে এটা বলে আসছি। তার শচীনের রেকর্ড স্পর্শ করার দরকার নেই, তার রেকর্ড ভাঙারও দরকার নেই। যদি আপনি তার সামগ্রিক ব্যাটিং রেকর্ডের দিকে তাকান, তবে সে অবিশ্বাস্য। ভাবুন, সে ৪৯তম ওয়ানডে শতক পেয়েছে এবং শচীনকে স্পর্শ করেছে। তা–ও আবার ১৭৫ ইনিংস কম খেলে, সেটা করেছে, যা অবিশ্বাস্য।’বিশ্বকাপে ৮ ম্যাচে কোহলির রান এখন ৫৪৩। বর্তমানে শীর্ষে থাকা কুইন্টন ডি ককের চেয়ে মাত্র ৭ রানে পিছিয়ে আছেন কোহলি। পন্টিং মনে করেন, কোহলির মাইলফলকটা আগেই হয়ে যাওয়ায় ভালো হয়েছে। এখন বাকি সময়টা এই চাপ থেকে মুক্ত থেকেই খেলতে পারবেন তিনি, ‘সম্ভবত তার পিঠ থেকে বোঝা নামিয়ে ফেলেছে। আমার মনে হয়, শচীনের রেকর্ড ছোঁয়ার জন্য সে বাড়তি পরিশ্রম করেছে, যা এখন হয়ে গেছে এবং টুর্নামেন্টের খুব ভালো সময়ে এটা হয়েছে। এখনো এক ম্যাচ বাকি আছে এবং তারপর সেমিফাইনালও আছে। এটা ছিল বিরাটের জন্য পরিপূর্ণ একটি দিন এবং ভারতের জন্যও দারুণ একটি দিন।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct