আপনজন ডেস্ক: গত শনিবার পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, রাজ্যের এক জন অর্ধেক মন্ত্রী কেন্দ্রীয় সংস্থার নেমন্তন্ন পেয়ে গিয়েছেন। তিনি ইঙ্গিত করেছিলেন রামনগরের বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী মন্ত্রী অখিলে গিরির দিকে। কেন্দ্রীয় সংস্থার নোটিশ পাঠানো নিয়ে শুভেন্দুর আগাম ইঙ্গিত বাস্তবে মিলে গেল। আয়কর দফতর আগামী ১৩ নভেম্বর আয়কর দফতরে তাদের আয়ের নথি নিয়ে হাজিরা দিতে বলেছে কারামন্ত্রী অখিল গিরি ও মন্ত্রী-পুত্র সুপ্রকাশকে। অখিল গিরি ও সুপ্রকাশ গিরির সম্পত্তি এবং আয়-ব্যয়ের হিসাব জানতে আয়কর দফতরের এই চিঠি। ইতিমধ্যে নোটিস প্রাপ্তির কথা জানিয়েছেন সুপ্রকাশ নিজেও। সূত্রের খবর আয়কর দফতর তাদেরকে এই নোটিশ পাঠিয়েছে ইমেইল মারফত। উল্লেখ্য, সম্প্রতি শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর বিপুল পরিমাণে আয় বৃদ্ধি নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ প্রশ্ন তুলেছিলেন। সেই অভিযোগের রেশ কাটতে না কাটতেই রাজ্যের মন্ত্রী পেলেন আয়কর দফতরের নোটিশ। ফলে, ইডি, সিবিআইয়ের সঙ্গে তৎপর হল আয়কর দফতর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct