আপনজন ডেস্ক: মঙ্গলবার ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণে ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। ছত্তিশগড়ের বিধানসভায় আসন মোট ৯০টি। সোমবার ২০টি আসনে ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। এর মধ্যে ১২টি আসন মাওবাদী–অধ্যুষিত বাস্তার অঞ্চলে। ছত্তিশগড়ে প্রথম দফার ভোট গ্রহণের সময় অন্তত তিনটি জায়গায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পাওয়া গেছে। গুলি বিনিময়ে নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। প্রথম ঘটনাটি ঘটেছে সুকমায়, যখন একদল নকশাল দুর্গম বনাঞ্চলে অবস্থিত একটি ভোটকেন্দ্রে নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করেছিল। তবে নিরাপত্তা বাহিনী মাওবাদীদের তাড়িয়ে দেয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিকেল ৩টা পর্যন্ত ছত্তিশগড়ে ৫৯.১৯ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে, মিজোরামেও বিধানসভার ভোট হচ্ছে। মিজোরামে বিকেল ৩টা পর্যন্ত ৬৯.৮৭% ভোট পড়েছে।নকশাল অধ্যুষিত কয়েকটি গ্রামে প্রথমবারের মতো ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে এবং বিপুল সংখ্যক মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে বেরিয়েছেন। মঙ্গলবার চলেছে প্রথম দফার ভোটগ্রহণ। আগামী ৩ ডিসেম্বর দুই রাজ্যে ভোট গণনা হবে। ওই দিন রাজস্থান, মধ্যপ্রদেশ ও তেলেঙ্গানাতেও ভোট গণনা হওয়ার কথা রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct