সুরজীৎ আদক, উলুবেড়িয়া, আপনজন: কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের মজুরী না দিলে তৃণমূল কংগ্রেসের সাংসদ ও বিধায়করা তা দেবেন বলে জানালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক ডা. নির্মল মাজি। সোমবার তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী উপলক্ষ্যে আমতা তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে ওই কেন্দ্রের স্থানীয় বিধায়ক ডাঃ নির্মল মাজির ব্যবস্থাপনায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।বিধায়ক ডাঃনির্মল মাজি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার হন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন যাবৎ গরিব মানুষদের একশো দিনের কাজের মজুরী ও বাংলা আবাস যোজনার টাকা আটকে রেখে গরিব মানুষকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে। তাঁদের পরিশ্রমের টাকা অন্যায় ভাবে আটকে রাখা হয়েছে।যেভাবে নিত্যদিন দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে চলেছে,কেন্দ্রীয় সরকারের সেদিকে কোন ভ্রুক্ষেপ নেই! এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিমল দাস, আমতা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি জয়শ্রী বাগ, উলুবেড়িয়া-২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সেখ ইলিয়াস,আমতা পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ শুভজিৎ সাহা ও তুষার কর সিনহা প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct