নিজস্ব প্রতিবেদক, শাসন, আপনজন: চলতি বছরে ন্যাশনাল ট্যালেন্ট সার্চ পরীক্ষা সম্পন্ন হল রবিবার। কয়েকটি জেলাজুড়ে পরীক্ষাটির আয়োজন করে অল বেঙ্গল প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন। আয়োজক কর্মকর্তারা জানান, এবছরে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী (৪-১০বছর) পর্যন্ত ১০ হাজারের বেশি পড়ুয়া, প্রায় ২০০ এর বেশি বেসরকারি বিদ্যালয় থেকে ১২ টি পরীক্ষা কেন্দ্রে অংশগ্ৰহন করে। পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে পড়ুয়াদের বিশেষ বৃত্তির ব্যবস্থা করবেন বলে জানান অল বেঙ্গল প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন এর কর্মকর্তারা।অল বেঙ্গল প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সম্পাদক সেলিম আহমেদ জানান মেধা অন্বেষণই আমাদের একমাত্র লক্ষ্য। সভাপতি বাবর হোসেন জানান ট্যালেন্ট সার্চ পরীক্ষার কারণে ছাত্র-ছাত্রীদের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়ছে। তারা আরো জানান অন্যান্য বছরের মত এবছরও সফলভাবে পরীক্ষা গ্রহন সুস্থভাবে সম্পন্ন হয়েছে। রেজাল্ট প্রকাশিত হবে চলতি মাসের ১৮ তারিখে ও পুরস্কার বিতরণ হবে ২৬ তারিখে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct