শামিম মোল্যা, বসিরহাট, আপনজন: তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যজুড়ে ২রা নভেম্বর থেকে ১০ই নভেম্বর পর্যন্ত রাজ্যসুড়ে শুরু হয়েছে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। সোমবার বিকেল সাড়ে তিনটে থেকে বসিরহাট মহাকুমার মিনাখাঁ ব্লকের মালঞ্চে হল বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। মিনাখাঁ ব্লক তৃণমূলের উদ্যোগে এদিন এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তথা কামারহাটি বিধায়ক মদন মিত্র,মিনাখা বিধানসভার বিধায়িকা ঊষা রানী মন্ডল, সন্দেশখালি বিধানসভার বিধায়ক সুকুমার মাহাতো, বসিরহাট জেলা আইএনটিটিইউসির সভাপতি কৌশিক দত্ত, মিনাখাঁ ব্লক তৃণমূলের চেয়ারম্যান তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য মৃত্যুঞ্জয় মন্ডল, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহাজাহান, মিনাখাঁ ব্লক তৃণমূলের সভাপতি হাজী আয়ুব হোসেন গাজী, মিনাখা ব্লক যুব তৃণমূলের সম্পাদক মমতাজুল হক ওরফে রাহুল, মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লা, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য আবুল কালাম মল্লিক সহ মিনাখা ব্লক তৃণমূলের একাধিক নেতৃত্ববৃন্দ। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার যে বিভাজনের রাজনীতি করছে তা অত্যন্ত নিন্দানীয়। এই বিজয়া সম্মিলানীতে হিন্দু-মুসলিম শ্রী খ্রিস্টানের মেলবন্ধন তৈরি হয়েছে। সেই সম্প্রীতি যেন অটুট থাকে। তিনি ১০০ দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে বলে অভিযোগ করেন। তিনি বলেন যতদিন সাধারণ জনগণের এই পরিশ্রমের টাকা না দেবে কেন্দ্র ততদিন আমাদের আন্দোলন চলবে।”
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct