অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বাজি বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বালুরঘাট থানার আইসি। সোমবার বিকেলে বালুরঘাট থানার অন্তর্গত হাই স্কুল মাঠের বাজি বিক্রয় কেন্দ্র পরিদর্শনে যান বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা। পাশাপাশি সেখানে তিনি খতিয়ে দেখেন অন্যান্য নানা ব্যবস্থা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শব্দবাজি ও অত্যধিক রাসায়নিক যুক্ত আতসবাজি বিক্রি করা এবং ফাটানো আইনত নিষিদ্ধ। তার বদলে ‘সবুজ বাজি’ বিক্রির উপরই জোর দিচ্ছে সরকার। কিন্তু সরকার ও আদালতের নিষেধ উপেক্ষা করেই শহরে নিষিদ্ধ বাজি বিক্রি হচ্ছে বলে অভিযোগ আসছিল। সেই মত নানা সময় অভিযান চালায় বালুরঘাট থানার পুলিশ। এবছর বালুরঘাট হাই স্কুল মাঠ সংলগ্ন এলাকায় সাতটি দোকানে বাজি বিক্রয়ের অনুমতি দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। আগামী এক মাসের জন্য সেখানে বাজি বিক্রয়ের অনুমতি দেয়া হয়েছে প্রশাসনের তরফ।এ বিষয়ে বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা জানান, ‘জেলা প্রশাসনের নির্দেশ অনুসারে বালুরঘাট পৌরসভার অন্তর্গত বালুরঘাট হাই স্কুল মাঠে সাতটি দোকানকে লাইসেন্স দেয়া হয়েছে বাজি বিক্রয়ের জন্য। এখানে শুধু ‘সবুজ বাজি’ বিক্রি করার অনুমতি দেয়া হয়েছে। আপাতত ছোট পূজা পর্যন্ত এখানে তারা বাজি বিক্রয় করতে পারবেন। পরবর্তীতে তারা প্রশাসনের কাছে আবেদন জানালে আরও কিছুদিনের জন্য বাড়তি সময় দেয়ার বিষয়ে ভেবে দেখা হবে।’পাশাপাশি আইসি আরও জানান, আদালতের নির্দেশ অনুসারে নিষিদ্ধ শব্দবাজি বিক্রয় করা যাবে না। ইতিমধ্যে ফায়ার ব্রিগেডে টিম পরিদর্শন করে গেছে। পাশাপাশি অন্যান্য আরো কিছু কিছু নির্দেশিকা দেয়া হয়েছে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct