নিজস্ব প্রতিবেদক, আগরতলা, আপনজন: সাহিত্যের অঙ্গনে নতুন করে ফুটে ওঠা কুঁড়িগুলোকে আগামীদিনে সুরভিত ও বিকশিত করে তোলার আশাবাদ ছড়িয়ে দিয়ে সম্পন্ন হল দেবদীপ সাহিত্য উৎসব। ৪ঠা নভেম্বর ত্রিপুরার শান্তিরবাজারস্থিত মুকুট কমিউনিটি হলে প্রদীপ প্রজ্বলন করে দেবদীপ সাহিত্য উৎসবের উদ্বোধন করেন। স্বাগত বক্তব্যে সম্পাদক অনামিকা লস্কর, সাহিত্য মননশীল ছাত্র ছাত্রীদের পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে আলোচনা করেন শান্তিরবাজার মহকুমা শাসক শ্রী অভেদানন্দ বৈদ্য, মোহনপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষা সুতপা দাস, প্রাবন্ধিক অশোকানন্দ রায়বর্ধন,কবি চন্দন পাল,কবি দীপক দাস,কবি আব্দুল গফফার। এদিনের অনুষ্ঠানে অধ্যাপিকা সুতপা দাসকে দেবদীপ অনন্যা সম্মান, গিরিধারী সাহাকে দেবদীপ সমাজসেবী সম্মান, প্রাক্তন শিক্ষক সুখেন্দু বিকাশ দেকে দেবদীপ আদর্শ শিক্ষক সম্মান, ভবানী বিশ্বাসকে দেবদীপ তরুণ কবি সম্মান দেওয়া হয়, শিপন দেবনাথকে দেওয়া হয় দেবদীপ শিক্ষক সম্মান। সম্মান জ্ঞাপন করা হয় ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে স্থান করে নেওয়া দক্ষিণ ত্রিপুরা জেলার নয়জন ছাত্রছাত্রীকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি গোপাল বনিক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct