নকীব উদ্দিন গাজী, সাগর, আপনজন: পুজোর শেষ হতেই গঙ্গাসাগর মেলার প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়ল জেলা প্রশাসন। গঙ্গাসাগর মেলা ২০২৪ এর আগে গঙ্গাসাগর মেলা সংক্রান্ত বিষয় নিয়ে গঙ্গাসাগরের মেলা অফিসে বৈঠক করলেন দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা। কাকদ্বীপ মহকুমা প্রশাসন ভবনে বৈঠক সারলেন জেলাশাসক সুমিত গুপ্তা। সেখানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, জেলা সভাধিপতি নীলিমা মিস্ত্রি, সহ–সভাধিপতি শ্রীমন্ত মালি, সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও । কপিলমুনির আশ্রমের কাছে এবার ভাঙন দেখা দিয়েছে। তাই মেলার আগে যাতে কাজ শেষ হয় তার জন্য সেচ, পূর্ত, নির্দেশ দেন।বিদ্যুৎ, দমকল, স্বাস্থ্য, পরিবহণ দফতরের অফিসার ও ইঞ্জিনিয়াররাও উপস্থিত ছিলেন। সবাইকে দ্রুত পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দেন জেলাশাসক।এদিকে এই বৈঠকে কপিলমুনি আশ্রমের সামনে ভাঙন রোধ থেকে শুরু করে মুড়িগঙ্গা নদীর ড্রেজিংয়ের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সেচ দফতরের অফিসারদের এই নিয়ে দ্রুত পরিকল্পনার নির্দেশ দিয়েছেন জেলাশাসক সুমিত গুপ্তা। কারণ এখানে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় হয়। সেখানে কোনও অঘটন কাম্য নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে। গঙ্গাসাগরের টেলি পরিষেবা প্রত্যেকবারই ভেঙে পড়ে। এবার তাই বিভিন্ন টেলিকম সংস্থাকে সঠিক পরিষেবা প্রদানের জন্য অতিরিক্ত পরিকাঠামো তৈরির নির্দেশ দেয় জেলাশাসক । উপকূলে ভাঙন রোধ, মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং এবং মেলা চলাকালীন টেলিকম ব্যবস্থা সচল রাখার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রত্যেক দফতরকে পরিকল্পনার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এবারে রেকর্ড ভিড় হতে পারে গঙ্গাসাগর মেলায়।’ আর সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা বলেন, ‘বিগত বছরগুলির অভিজ্ঞতা থেকেই এই বছরও পরিকল্পনার প্রস্তুতি শুরু করা হল।’ ইতিমধ্যেই গঙ্গাসাগর নিয়ে একটি মাস্টারপ্ল্যান করা হচ্ছে। যাতে এখানে পুণ্যার্থীরা এসে সমস্যায় না পড়েন। পাশাপাশি গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের সামনে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসনের আধিকারিকেরা। কুয়াশার কথা মাথায় রেখে এন্টি ফকলাইটেরও ব্যবস্থা করা হবে। গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে প্রতিটি ওয়াচ টাওয়ারে থাকবে ১৮ টি করে অ্যান্টি ফকলাইট। জেলা প্রশাসক তিনি আরো জানান মাত্র ৬০ দিনের মধ্যেই এ বছরের প্রস্তুতি পর্ব সুষ্ঠুভাবে করতে হবে। সোমবার দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনিক গঙ্গাসাগর মেলার বৈঠকে উপস্থিত ছিলেন এডিএম জেড পি ভাস্কর পাল, এডিএম এলে হর্স সিমরান সিং, কাকদ্বীপ এস ডি পিও প্রসেনজিৎ ব্যানার্জি এছাড়াও সাগর এসডিপিও দীপাঞ্জন চ্যাটার্জী ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct