আপনজন ডেস্ক: ফিলিস্তিনি অ্যাক্টিভিস্ট আহেদ তামিমিকে ইসরায়েলি সেনাবাহিনী গ্রেফতার করে। ইহুদি বসতি স্থাপনকারীদের হত্যার হুমকি দেওয়ার পর পশ্চিম তীরের রামাল্লার নিকটবর্তী নবী সালিহ গ্রাম থেকে রবিবার দিনগত রাতে তামিমিকে গ্রেফতার করা হয়।সামাজিক যোগাযোগ মাধ্যেমে এক বার্তায় তিনি লিখেছিলেন, ‘বসতি স্থাপনকারীদের (সেটলার) প্রতি আমাদের বার্তা হলো- আমরা পশ্চিম তীরের হেবরন থেকে জেনিন পর্যন্ত সমস্ত শহরে আপনার জন্য অপেক্ষা করছি। আমরা আপনাদের হত্যা করব, এবং আপনারা বলবেন যে, হিটলার আমাদের সাথে যা করেছে তা একটি কৌতুক ছিল।’হিব্রু এবং আরবি ভাষায় তিনি আরও লেখেন, ‘আমরা আপনাদের রক্ত পান করব এবং আপনাদের মাথার খুলি খাব। আমরা আপনার জন্য অপেক্ষা করছি।’২০১৮ সালে ইসরায়েলি কর্মকর্তাকে চড় মারার ভিডিও ভাইরাল হলে তামিমিকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে আইডিএফ কর্মকর্তার ওপর হামলার অভিযোগ আনা হয়। পরে তাকে আট মাসের কারাদণ্ড দেওয়া হয় এবং প্রায় ১২০০ ডলার জরিমানাও করা হয়।জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন-গ্ভির এক্স-এ তার গ্রেফতারের খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct