শামিম মোল্যা, বসিরহাট, আপনজন: বাংলায় একাধিক প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল আন্দোলনে নেমেছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তারই অঙ্গ হিসেবে ১০০ দিনের বকেয়া টাকা আদায়ের দাবি জানিয়ে সাংবাদিক সম্মেলন করলেন উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদের তৃণমূল নেতৃত্বরা। এদিন দুপুরে হাসনাবাদ ব্লকের পাটলি খানপুরে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল, হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা হাসনাবাদ ১ নং ব্লক তৃণমূলের সভাপতি আমিরুল গাজী সহ তৃণমূল নেতৃত্বরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক দেবেশ মন্ডল বলেন, “কেন্দ্র ইচ্ছাকৃতভাবে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে আমরা এর তীব্র ধিক্কার জানাই।” আগামী লোকসভা নির্বাচনে মানুষ উপযুক্ত জবাব দেবে। পাশাপাশি হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল গাজী বলেন,”আমরা বহু আন্দোলন করেছি ১০০ দিনের কাজের টাকার দাবিতে। কিসের জন্য টাকা আটকে রেখেছে তা স্পষ্ট করছে না কেন্দ্রীয় সরকার। কেন্দ্র টাকা না দিলে আমরা আন্দোলন তীব্র থেকে তীব্রতর করব”।
অপরদিকে আজ বিকালে হাসনাবাদের তালপুকুরে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন হাসনাবাদ ২ নং ব্লক তৃণমূলের সভাপতি তথা হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি এসস্কেন্দার গাজী, হাসনাবাদ পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ তথা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আসলাম গাজী, ভেবিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অলিউল মন্ডল সহ হাসনাবাদ ২ নম্বর ব্লক তৃণমূলের একাধিক তৃণমূল নেতৃত্ব।এদিনে সাংবাদিক বৈঠকে কেন্দ্রের বিজেপি সরকার, সিবিআই ও ইডি প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন হাসনাবাদ ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এস্কেন্দার গাজী। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্যকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার চেষ্টা করছে। যা একেবারেই নিন্দনীয় ও লজ্জা জনক। রাজনৈতিকভাবে পেরে উঠতে না পেরে, গরিব অসহায় মানুষের ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। আগামী লোকসভা নির্বাচনে মানুষ উপযুক্ত জবাব দেবে।” হাসনাবাদ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আসলাম গাজী এই প্রসঙ্গে বলেন “বিজেপির পায়ের নীচের মাটি সরে গেছে তার প্রমাণ মিলেছে গত বিধানসভায়। ইডি ও সিবিআইকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থচরিতার্থ করার জন্য ময়দানে নেমেছেন। যে সমস্ত রাজ্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে রয়েছেন তাদেরকেই হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct