নিজস্ব প্রতিবেদক, জয়নগর, আপনজন: দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বহরু দিঘীরপাড় গ্রামবাসী বৃন্দের পরিচালনায় রবার বল ও গজল নাইট অনুষ্ঠান ও হাসেমপুর জলকল্যাণ সংঘের পরিচালনায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল ও দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক । উপস্থিত ছিলেন বহরুক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের প্রধান মতিবুর রহমান লস্কর এবং উপপ্রধান সঙ্গীতা হালদার মন্ডল মহাশয়া। বিশিষ্ট সমাজসেবী কামাল মন্ডল, সুজাউদ্দিন গাজী সহ ক্লাব সভাপতি সম্পাদকরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct