আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: বীরভূম জেলায় রাজনগরে লক্ষ্মীপূজো উপলক্ষে প্রসাদ খেয়ে মৃত্যু হয় কয়েকজনের এবং অসুস্থ হন বেশ কয়েকজন তাদের বাড়ি দেখা করতে গেলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ। লক্ষ্মী পুজা উপলক্ষে রাজনগর ব্লকের রাজনগর অঞ্চলের ছোটোবাজার ও মালিপাড়া গ্রামে খিচুড়ি প্রসাদ খেয়ে বেশ কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে যান এবং ৩ জন মারা যান। আজকে রাজনগর অঞ্চলের অসুস্থ ব্যক্তি ও তাদের পরিবারের (৩১টি পরিবার) সঙ্গে দেখা করলেন কাজল শেখ এবং অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ও পরিবারের লোককে আর্থিক সাহায্য করলেন কাজল শেখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct