এম মেহেদী সানি, শাসন, আপনজন: দুর্গাপুজোর পর রাজ্য জুড়ে বিজয়া সম্মিলনীর মধ্যে দিয়ে সংগঠনকে মজবুত করতে তৎপর তৃণমূল কংগ্রেস ৷ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজনৈতিক লড়াইয়ে বিরোধীদের এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ রাজ্যের ক্ষমতাসীন শাসক দল ৷ বিজয়া সম্মিলনীর দৌলতে তৃণমূল কংগ্রেস লোকসভার আগেই নির্বাচনী প্রচার শুরু করেছে বলে মনে করছেন রাজনৈতিক মহল । সূত্রে খবর উত্তর ২৪ পরগনা জেলায় ৮২টি বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হতে চলেছে । সোমবার বসিরহাট সাংগঠনিক জেলার হাড়োয়া বিধানসভা এলাকার বারাসাত -২ নং ব্লকের সাতটি অঞ্চলের নেতৃত্ব ও কর্মীদের উপস্থিতিতে কীত্তিপুর -১ অঞ্চলের কৃষ্ণমাটি ফুটবল মাঠে বিজয়া সম্মিলনী কর্মসূচি অনুষ্ঠিত হয় ৷ উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ৷ মমতা ব্যানার্জি ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস দলকে বিজেপি ভয় পেয়ে কেন্দ্রীয় এজেন্সি ইডি, সিবিআই কে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন রথীন ৷ অনুষ্ঠানে উপস্থিত বিপুল সংখ্যক নেতা কর্মীদের যে কোন চক্রান্তকারীর চক্রান্ত ব্যর্থ করে তৃণমূল কংগ্রেসের হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানান উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক নারায়ন গোস্বামী ৷ বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান বিধায়ক নূরুল ইসলাম বিরোধিদের নিয়ে কড়া সমালোচনা করে আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান ৷ পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি ও জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন তৃণমূল কংগ্রেস শক্ত লোহার মতো, যত পেটাবে আরো বেশি শক্ত হবে । তাই ইডি,সিবিআই এর ভয় দেখিয়ে তৃণমূলকে দামানো যাবেনা ৷ অন্যান্যদের মধ্যে বিজয়া সম্মেলনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারাসাত -২ ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি শম্ভুনাথ ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, সহ-সভাপতি মেহেদী হাসান, মানস কুমার ঘোষ, ইফতেখার উদ্দিন, নজিবুর রহমান, মনিরুল ইসলাম, আছের আলি, স্মৃতিকণা অধিকারী, সাবিনা খাতুন, মমতা সরকার, আব্দুল হাই, রঞ্জিত মন্ডল, সাহাবুদ্দিন আলি, তৃষ্ণা পাত্র প্রমুখ ।অনুষ্ঠানটি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কীর্তিপুর-১ অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মান্নান আলী ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct