সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়, আপনজন: কিছুদিন আগেই বেঙ্গালুরু এফসি-র হয়ে আইএসএল ২০২৩ মরশুমে ফরোয়ার্ড পজিশনে সুযোগ পেয়েছিলেন ভাঙড়ের মনিরুল মোল্লা। এবার ভাঙড়েরই রাকিবুল মল্লিক মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে কলকাতা লিগে(সিএফএল)গোল রক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন। রাকিবুল মল্লিকের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের ভগবানপুর অঞ্চলের লাঙ্গলবেকি গ্রামে। বাবা শাহজাহান মল্লিক পেশায় টোটো চালক। মা রোকেয়া বিবি মুদি দোকানি। ২ ভাইয়ের মধ্যে রাকিবুল বড়। ছোট ভাই নাজিবুল মল্লিক। রাকিবুল মল্লিক প্রাথমিক শিক্ষা অর্জন করেন লাঙ্গলবেকি প্রাথমিক বিদ্যালয় থেকে। মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন লাঙ্গলবেকি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় থেকে। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হন কারবালা উচ্চ বিদ্যালয় থেকে। বর্তমানে রাকিবুল ভাঙড় মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। রাকিবুল মল্লিক জানান, ২০২১ সালে মহামেডান স্পোর্টিং ক্লাবের জুনিয়র টিমে সুযোগ পান। চলতি বছরে সিনিয়র টিমে গোল রক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন। এছাড়াও রাকিবুল ২০১৬- ১৭ সালে কলকাতা মেয়র একাদশ খেলেন।রাকিবুল মল্লিক জানান , ২০১৬-১৬ সালে অষ্টম শ্রেণীতে পড়তে পড়তে ফুটবলের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে তাঁর। তিনি কাশিপুর খন্নেরপোল মাঠে প্রথম ফুটবল প্রশিক্ষণ নেন। সেখানে তাঁকে প্রাক্তন ভারতীয় ফুটবলার হাবিবুর রহমান মন্ডল ও মিরন মন্ডল প্রশিক্ষণ দেন। রাকিবুল ইসলাম জানান তাঁর এতোদূর পৌঁছানোর পিছনে নানা ভাবে সহযোগিতা করেছেন গ্রামেরই সত্যজিৎ মন্ডল, কল্যাণ মন্ডল, লোকমান মোল্লা, সরিফুল ইসলাম, রমেশ নাথরা। রাকিবুল মল্লিক আপনজন প্রতিনিধিকে জানান, তাঁর প্রিয় ভারতীয় ফুটবলার সুব্রত পাল। বিদেশি ফুটবলারদের মধ্যে ব্রাজিলের এ্যালিসন বেকার তাঁর প্রিয়। রাকিবুল মল্লিক আপনজন প্রতিনিধিকে প্রতিক্রিয়া দিয়ে বলেন, আমি সামনে আরও এগিয়ে যেতে চাই। আই এস এল খেলতে চাই। রাকিবুলের বাবা শাহজাহান মল্লিক তাঁর প্রতিক্রিয়ায় বলেন, আমি ফুটবল খেলতাম কিন্তু অর্থনৈতিক কারণে বেশি দূর এগোতে পারিনি। আমার ছেলে আমার স্বপ্ন পূরণ করেছে। আরও এগিয়ে যাক সে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct