আপনজন ডেস্ক: দক্ষিণ আফ্রিকা ম্যাচে আরো একটি মুগ্ধতা ছড়ানো পারফরম্যান্স উপহার দিলেন বিরাট কোহলি। নান্দনিক ব্যাটিংয়ে হাঁকালেন সেঞ্চুরি। এতে ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে স্পর্শ করলেন তিনি। নিজের আইডলের রেকর্ড হুমকির মুখে ফেলে অবশ্য মাটিতেই পা রাখছেন কিং কোহলি। তার ভাষ্য, রেকর্ড ছুঁলেও কখনো শচীনের মতো উঁচু মানের ব্যাটার হতে পারবেন না তিনি। রোববার ৩৫ বছরে পা রাখেন বিরাট কোহলি। নিজের জন্মদিনটা রেকর্ড দিয়েই রাঙান তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরি হাঁকান কোহলি। সমান সংখ্যক শতক নিয়ে এতদিন এককভাবে সর্বোচ্চ সেঞ্চুরিয়ানের তকমাটা ছিল শচীন টেন্ডুলকারের। ভারতীয় ক্রিকেট গ্রেট এবং নিজের আইডলের রেকর্ড স্পর্শ করে কোহলি বলেন, ‘আমার নায়ককে ছুঁতে পারাটা বিশেষ কিছুই। ব্যাটিংয়ে তিনি নিখুঁত ছিলেন।আমি কখনোই তার মতো ভালো ব্যাটার হতে পারব না।’বিরাট কোহলিকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শচীন টেন্ডুলকার। সেই বিষয়ে কোহলি বলেন, ‘আমার কাছে এটা খুবই আবেগময় মুহূর্ত। আমি জানি যে, কোথায় থেকে এসেছি আমি। আমি সেই দিনগুলো মনে করতে পারছি, যখন তার (শচীন) খেলা আমি টিভিতে দেখতাম। তার কাছ থেকে এমন প্রশংসা পাওয়াটা আমার কাছে অনেক কিছু।’কোহলি বলেন, ‘আমি ক্রিকেট খেলাটা উপভোগ করছি। এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আমাকে এভাবে উপভোগের রসদ দেয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। বছরের পর বছর ধরে আমি যা করেছি, সেটা এখনো করতে পেরে আনন্দিত।’গত এপ্রিলে ৫০ বছরে বয়স পূর্ণ হয় শচীন টেন্ডুলকারের। ৪৯ থেকে ৫০ হওয়ার বিষয়টি নিয়ে মজা করে শচীন সোশ্যাল মিডিয়ায় লিখেন, ‘ভালো খেলেছো, বিরাট। ৪৯ থেকে ৫০-এ (বয়স) যেতে আমার ৩৬৫ দিন লেগেছিল। আশা করি, তুমি ৪৯ থেকে ৫০-এ (রেকর্ড) গিয়ে সামনের কয়েক দিনের মধ্যেই আমার রেকর্ডটা ভেঙে দেবে। অভিনন্দন।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct