সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: শহরের মধ্যে বড়ধরনের ফ্রি হার্টের চিকিৎসা হয়ে গেল মুর্শিদাবাদের ডোমকলে। শুধু হার্ট নয় চক্ষু পরিক্ষা শিবিরও হয়। আর এই চিকিৎসা নিতে হাজির হয়েছিলেন সাড়ে চারশোর ও বেশী রোগীরা। তারই মধ্যে ছিলেন বাংলাদেশ থেকে আসা এক মহিলা। তিনি হার্টের চিকিৎসা করাতে নিয়ম মেনে ভারতে প্রবেশ করে ডোমকলে আসেন। এবং ফ্রিতে হার্টের চিকিৎসা করান। পাশাপশি ডোমকলের আশেপাশের মানুষজন ছাড়াও বাইরের রোগীরা পৌঁছিয়ে যান শিবিরে। মুর্শিদাবাদের ডোমকলের স্পোর্টিং ক্লাবে ইচ্ছা ফাউন্ডেশন নামক একটি সংস্থার উদ্যোগে এই শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন ডোমকল মহকুমা পুলিশ আধিকারিক সেখ সামসুদ্দিন, মহকুমা খাদ্য নিয়ামক আধিকারিক মোঃ মুশির আহম্মেদ, ডোমকল থানার আইসি জোতির্ময় বাগচি সহ বিশিষ্টজনেরা। এই শিবির সকাল দশটা থেকে শুরু হলে ভিড় বাড়তে থাকে রোগীর। হার্টের চিকিৎসা থেকে স্বাস্থ, চক্ষু পরিক্ষা চলে।বেলা শেষে সাড়ে চারশোর বেশী রোগীর চিকিৎসা করেন চিকিৎসকেরা। হার্টের চিকিৎসক ছিলেন কলকাতার নামিদামী বিএমবিড়লা হাসপাতালের হার্ট সার্জেন আমানুল হক। তিনি হার্ট চিকিৎসার পাশাপাশি হার্টকে সুস্থ রাখার টিপস ও দেন রোগীদের। তবে বাংলাদেশ থেকে হার্টের চিকিৎসা ফ্রিতে পাবেন ভাবতে পারেননি। চিকিৎসা পেয়ে খুশি হয়েছেন বাংলাদেশ থেকে আসা রোগীরা। খুশি হয়েছেন রাষ্ট্রপতি পুরষ্কারপ্রাপ্ত শিক্ষক আতাউর রহমান। জানাগেছে, বিগত তিনমাস আগে ইচ্ছা ফাউন্ডেশনের সূচনা হয়। তারিই মধ্যে চারটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প করা হয়। সাধারন মানুষদের মুখের দিকে তাকিয়ে এই উদ্যোগ বলে জানান খোদ সদস্যরাই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct