আপনজন ডেস্ক: জার্মানির হামবুর্গ বিমানবন্দরে গাড়ি নিয়ে ঢুকে পড়েছে এক অস্ত্রধারী ব্যক্তি। ওই গাড়িতে একটি শিশুও রয়েছে। এটিকে সন্দেহভাজন জিম্মি পরিস্থিতি হিসেবে দেখছে জার্মান পুলিশ।সংবাদমাধ্যম রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ৮টার দিকে এ ঘটনার পর থেকে বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। হামবুর্গ পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা ব্যক্তিটির বয়স ৩৫ বছর। তার সঙ্গে থাকা শিশুটির বছর চারেকের। গাড়িটি একটি বিমানের নিচে পার্ক করা আছে। ওই ব্যক্তি দুই বার বাতাসে গুলি ছুড়েছে এবং গাড়ি থেকে জ্বলন্ত বোতল ছুড়ে মেরেছে।পুলিশ ধারণা করছে, সন্তানের হেফাজত পাওয়া নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। কারণ শিশুটির মা ফোন করে পুলিশের কাছে অভিযোগ করেছেন যে, তার স্বামী গাড়িতে ছেলেকে তুলে ‘অপহরণ’ করেছে।কিন্তু ওই ব্যক্তি কেন বিমানবন্দরের ভেতরে ঢুকে সন্তানকে ‘জিম্মি’ করেছেন, তা এখনও অজানা।পুলিশ ও নিরাপত্তাবাহিনী পুরো বিমানবন্দর ঘিরে রেখেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (আগের নাম টুইটার)-এ এক পোস্টে হামবুর্গ পুলিশ বলেছে, আমরা জরুরি পরিষেবার একটি বড় দল নিয়ে ঘটনাস্থলে রয়েছি। আমরা একটি স্থির ‘জিম্মি’ পরিস্থিতি ধারণা করছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct