জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করলো তৃণমূল কংগ্রেস। রবিবার দুপুরে পুরুলিয়া জেলার আড়শা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির তরফে হয় এই সম্মেলনটি। আড়শা ব্লকের সিরকাবাদ এর একটি সরকারি রিসোর্ট এ সাংবাদিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনে ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সুষেন মাঝি, জেলা তৃণমূলের সম্পাদক নিত্যানন্দ গোস্বামী, আড়শা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিদ্যাধর মাহাতো, আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি সহ ব্লক তৃণমূল নেতৃত্ব। সম্মেলনে তৃণমূল নেতারা বলেন, ভারতবর্ষ একটি যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র এবং গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থার মাধ্যমে শাসিত একটি দেশ। দেশে ২৮ টি রাজ্য এবং ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে কাজ করে। কিন্তু বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার কেন্দ্রের নানান প্রকল্প থেকে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করেছে। এমনকি ইডি এবং সিবিআই কে কাজে লাগিয়ে রাজ্যের মন্ত্রী ও তৃণমূলের নেতাদের হেনস্থা করছে। সব থেকে বড়ো দুঃখের বিষয় এই রাজ্যের গরীব মানুষের উপর আইন অমান্য করছে কেন্দ্রীয় সরকার। তাদের হকের টাকা মেহনতির টাকা বন্ধ করে দিয়েছে। তবে এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের আন্দোলন ও লড়াই চলবে। পাশাপাশি একের পর এক তৃণমূলের নেতা মন্ত্রীদের ষড়যন্ত্র করে কেন্দ্রীয় তদন্তকারী দলের হেপাজতে রাখার ক্ষোভ প্রকাশ করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct