নুরুল ইসলাম খান, বারাসত, আপনজন: শনিবার উত্তর চব্বিশ পরগনার সদর শহর বারাসাতের কাজীপাড়ার জগদিঘাটা বাজারে উলামা ও আইম্মা সংগঠনের ডাকে ইজরায়েলের নির্মম হত্যাকান্ডের বিরুদ্ধে প্যালেস্টাইনের মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করার জন্য একটি বড় আকারের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।এই সভায় বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় বক্তাগণ বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন ঐকতান মিল্লী ইত্তিহাদ মজলিসের আহ্বায়ক মাওলানা আমিনুল আম্বিয়া, জমিয়াতে উলামায়ে হিন্দের রাজ্য সম্পাদক মাওলানা আব্দুস সালাম,বারাসাত কাজীপাড়া বড় মসজিদের ইমাম মাওলানা নুরুল হক, জমিয়তেরজেলা সম্পাদক মাওলানা আরিফ রেজা।সীরাত সংগঠনের সম্পাদক আবু সিদ্দিক খান, ইউ এস এফ সংগঠনের সম্পাদক রিয়াজুল ইসলাম। এছাড়াও আয়োজক সংগঠনের মুফতি মিসবাহ উদ্দিন। বক্তারা আমেরিকা এবং ব্রিটেনের দ্বিচারী ভূমিকার তীব্র প্রতিবাদ করেন এবং যুদ্ধ বন্ধের আহবান জানান।এই সভা থেকে ইসরাইলের পণ্যদ্রব্য বয়কটের আহ্বান জানানো হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct