সাদ্দাম হোসেন, জলপাইগুড়ি, আপনজন: ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি নেতৃত্বে ধামশা মাদলের তালে চলছে ইনসাফ যাত্রা। উত্তরবঙ্গের কোচবিহার জেলা থেকে তার যাত্রা শুরু হয়েছিলো। আজ তৃতীয় দিনে পড়লো ডিওয়াইএফআই এর ইনসাফ যাত্রা। রবিবার জলপাইগুড়ি জেলার বানাহাটের চা বলয়ে, ইনসাফ যাত্রায় পায়ে পা মেলালো প্রচুর কর্মী ও সমর্থক।আলিপুরদুয়ার থেকে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি সহ অন্যান্য রাজ্য এবং জেলা নেতৃত্বরা পায়ে হেঁটে ফালাকাটা হয়ে রাতে জলপাইগুড়ি জেলার বানারহাটে পৌঁছোয়, বেকার যুবক যুবতীদের কাজের দাবী, রেশন দুর্নীতি, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি, দুর্নীতি মুক্ত নিয়োগ, কৃষকদের ফসলের ন্যায্য দাম সহ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে জোট বদ্ধ হতে কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত আয়োজিত করা হয়েছে এই ইনসাফ যাত্রা।ইনসাফ যাত্রার তৃতীয় দিনে অর্থাৎ রবিবার জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের চা বাগান এলাকায় আদিবাসী সম্প্রদায়ের শিল্পীদের অনুষ্ঠানের মাধ্যমে ইনসাফ যাত্রা শুরু হয়। এরপর জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকে প্রবেশ করে। ধূপগুড়ি শহরের ফালাকাটা বাস স্ট্যান্ডে একটি সভা করেন মীনাক্ষী। এরপর ময়নাগুড়ি হয়ে রাতের দিকে জলপাইগুড়ি শহরে প্রবেশ করবে। সোমবার সকাল নয়টায় শহরের সমাজ পাড়া থেকে পূনরায় এই যাত্রা শুরু করে জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর অঞ্চলের দিকে এগিয়ে যাবে এবং ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা কুকুরজান হয়ে সন্ন্যাসীকাটায় একটি সভায় অংশ নেবে ইনসাফ যাত্রায় অংশগ্রহণকারী ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি সহ রাজ্য এবং জেলা নেতৃত্ব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct