সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: তৃণমূল কংগ্রেসের কর্মসূচি অনুযায়ী প্রতিটি ব্লক স্তরে ১ থেকে ১০ তারিখের মধ্যে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হবার কথা।সেই মোতাবেক আগামী ১০ই নভেম্বর খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হবে পাঁচড়া অঞ্চলের পাইগড়া যুব সংঘের মাঠে।এ উপলক্ষে খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রবিবার খয়রাসোল দলীয় কার্যালয়ে এক বৈঠকে মিলিত হন। সম্মেলনে উপস্থিত থাকবেন সাংসদ শতাব্দী রায়, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নরেন চক্রবর্তী, বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ, জেলা যুব তৃণমূল সভাপতি দেবব্রত সাহা বলে দলীয় সূত্রে জানা যায়। উল্লেখ্য ইতিপূর্বে খয়রাসোল ব্লক তৃণমূল সভাপতি কাঞ্চন অধিকারী ১০ তারিখে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হবে খয়রাসোল ব্লক তৃণমূল কার্যালয়ের সামনে বলে ম্যাসেজ করে আমন্ত্রণ জানিয়ে দিয়েছেন। এনিয়ে খয়রাসোল ব্লক তৃণমূলের মধ্যে ফের একবার গোষ্ঠী দ্বন্দ্ব দেখা দিয়েছে। উল্লেখ্য ব্লক তৃণমূল সভাপতি কাঞ্চন অধিকারীর নেতৃত্ব মানতে নারাজ সেই হিসেবে অপর পক্ষ ব্লক সভাপতির বিরুদ্ধে বিদ্রোহ তথা বয়কট ঘোষণা করে।এর জেরে ব্লক সভাপতি পদ থেকে ইস্তফা দেন কিন্তু জেলা নেতৃত্ব তা গ্রহণ না করায় তিনিই ব্লক সভাপতি থেকে যান কাগজে কলমে। উল্লেখ যে, ইতিপূর্বে শতাব্দী রায় ও কাজল শেখের দুটি অনুষ্ঠানে ব্লক তৃণমূল সভাপতি কাঞ্চন অধিকারী অনুপস্থিত ছিলেন। এদিনও ফের অনুপস্থিত ছিলেন কাঞ্চন অধিকারী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct