অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: জমি থেকে এখনও আমন ধান সেভাবে ওঠেনি। তবে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও শুরু হয়েছে সরকারিভাবে ধান কেনা। ফলে স্বভাবতই ব্যস্ততা শুরু কৃষকদের। অন্যদিকে, মরশুম আসার আগেভাগেই এবার ধান কেনার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা খাদ্য দফতর। তবে লক্ষ্যমাত্রা পূরণ করতে এবার সবদিক থেকেই প্রস্তুতি নিয়ে রাখছে জেলার সংশ্লিষ্ট দফতর।জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলায় এবারে সহায়ক মূল্যে ধান কেনার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ১ লক্ষ ২৭ হাজার মেট্রিকটন জেলা প্রশাসনের তরফে। জেলার আটটি ব্লকের বিভিন্ন এলাকায় মোট ১০২টি সেন্টার থেকে ধান সংগ্রহ করা হবে। জেলাজুড়ে কয়েক হাজার কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা হবে। বিভিন্ন কিষাণ মান্ডিতে কৃষকরা আসছে নাম নথিভুক্ত করছেন আবার কেউ কার্ড নবিকরণ করছেন।এবছর এক কুইন্টাল ধানের সরকারি সহায়ক মুল্য রয়েছে ২২০০ টাকা রাখা হয়েছে বলে জানা গিয়েছে।এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণা জানান, ‘আমরা লক্ষ্য করছি এবার ধানক্রয়ের ক্ষেত্রে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে কৃষকদের মধ্যে। ইতিমধ্যে রাইস মিলগুলো সঙ্গে আমাদের এক প্রস্থ আলোচনা সম্পন্ন হয়ে গিয়েছে। ১ নম্বর থেকে জেলাজুড়ে ধান কেনা শুরু হয়েছে। এবছর আমাদের জেলা থেকে ধান ক্রয় করবার নূন্যতম লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে ১ লক্ষ ২৭ হাজার মেট্রিকটন। রাজ্য সরকারের খাদ্য দপ্তরের তরফে এই লক্ষ্যমাত্রা আমাদের দেয়া হয়েছে। তবে আমরা চেষ্টা করবো আরো বেশি পরিমাণে ক্রয় করবার জন্য।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct