সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: পাঁচ বছর আগে তৈরি হয়েছিল রাস্তা এক বছর পরেই রাস্তার বেহাল দশা, নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছিল রাস্তা অভিযোগ স্থানীয়দের, রাস্তা নিয়ে শাসক বিরোধী তরজা । সোনামুখী ব্লকের পূর্ব পাথরহাটি মোড় থেকে অমৃত পাড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা, স্থানীয়দের দাবি এই রাস্তাটি আগে লাল মোরামের রাস্তা ছিল, এলাকার মানুষ বারংবার প্রশাসনের দারস্থ হয়েছিলেন, তারপর বাঁকুড়া জেলা পরিষদের পক্ষ থেকে রাস্তাটি পিচের তৈরি করে দেয়া হয় আজ থেকে পাঁচ বছর আগে । অভিযোগ রাস্তা তৈরীর সময় স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছিলেন নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে। প্রভাবশালী নেতাদের দম্ভে চুপ থাকতে হয় সাধারণ মানুষকে। কিন্তু রাস্তাটি এক বছর ভালোভাবে চলার পর বেহাল হয়ে পড়ে, রাস্তার পরিস্থিতি হয় কঙ্কাল সার অবস্থা । রাস্তার উপর বড় বড় পাথর বেরিয়েছে , কোথাও বা বিশাল গর্ত। বেহাল রাস্তার দশা স্থানীয় প্রশাসনকে বারংবার জানানো হয়, তবুও রাস্তার দিকে নজর দেয়নি প্রশাসন । অগত্যার গতি জীবনের ঝুঁকি নিয়েই নিত্য দিনের যাতায়াত ১০ থেকে ১২ টি গ্রামের মানুষজনের । এমনকি স্কুল কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে মুমূর্ষ রোগীর সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া হাসপাতালে যাবার একমাত্র রাস্তা এটি । পুনরায় কবে হবে এই রাস্তা ? সেই আশায় বুক বেঁধেছে হাজার হাজার মানুষ । রাস্তা নিয়ে সাধারণ মানুষের রাতের ঘুম উড়েছে অন্যদিকে শাসক বিরোধী তরজা তো লেগেই রয়েছে। সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী জানান , বিধায়ক কাজ করতে গেলে তাদের ফান্ডের টাকা আটকে দেওয়া হচ্ছে , তৃণমূলের নেতারা শুধু কাঠ মানি নিচ্ছে , তবে আগামী দিনে রাস্তা নিয়ে আমরা আন্দোলনে নামবো এবং বিষয়টি বিধানসভায় তোলা হবে জানান তিনি। অন্যদিকে বাঁকুড়া জেলা পরিষদের সদস্য দেবাশীষ ঘোষ রাস্তা নিয়ে ওঠা সমস্ত অভিযোগ স্বীকার করে নিয়ে বলেন , ৬ বছর ধরে এই রাস্তা কোন সংস্কার হয়নি এবং রাস্তার ওপর প্রচুর চাপ রয়েছে এমনকি রাস্তার গুণগত মানও ঠিক থাকে নি তাই রাস্তাটার বেহাল দশা । মানুষের চলাচলে সমস্যা হচ্ছে আমরা ইতিমধ্যেই জেলা পরিষদের দরবার করেছি একটা স্কিম করা হয়েছে প্রপোজাল আকারে পাঠানো হয়েছে , আশা করছি খুব তাড়াতাড়ি রাস্তা সংস্কার হবে । তিনি আরো জানান এলাকায় এমপি এমএলএ বিজেপির রয়েছে তারা কি করছে ? একটা রাস্তাও তো বিজেপির পক্ষ থেকে এখনো করা হয়নি ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct