শামিম মোল্যা, বসিরহাট, আপনজন: প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জের মধ্য বরুনহাট এলাকায় ৮৫ নম্বর ব্যাটেলিয়ানের উদ্যোগে শনিবার হল সিভিক অ্যাকশন প্রোগ্রাম। এই প্রোগ্রামের মধ্য দিয়ে এলাকার দুস্থ মানুষদের থালা-বাসন সহ বিভিন্ন ধরনের সাংসারিক জিনিসপত্র দেওয়া হয়। এলাকার বেশ কয়েকটি ক্লাব কর্তৃপক্ষ সহ বিভিন্ন স্কুলের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন ধরনের পড়ার ও খেলার সামগ্রী। যেমন ক্যারামবোর্ড, টেবিল, চেয়ার, স্কুলব্যাগ, রঙ পেনসিল সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র। জয়গ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি স্কুলের পড়ুয়াদের দেওয়া হয় স্কুল ব্যাগ, বই খাতা জ্যামিতি বক্স সহ বিভিন্ন ধরনের শিক্ষা সামগ্রী। এদিন আনুমানিক দুশো জন পড়ুয়াদের হাতে এই শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮৫ নম্বর ব্যাটেলিয়ানের ডেপুটি কমান্ড্যান্ট কে.কে. শর্মা, ডেপুটি কমান্ডেন্ট রবীন্দ্র রান, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সুনীল কুমার সিং, হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল গাজী, বরুনহাট পঞ্চায়েত প্রধান আবুল কালাম গাজী সহ একাধিক বিশিষ্টজনেরা। সীমান্ত রক্ষীদের এমন কাজে সাধুবাদ জানান এলাকাবাসীরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct